শেখ রাসেল দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের ‘সিকৃবি’র শিক্ষা উপকরণ প্রদান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বুধবার, ১৯ অক্টোবর, বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘পাঠশালা একুশে’র শিক্ষার্থীদের মাঝে খাতা, পেন্সিল, ছবি আঁকার বই বিলি করেছেন তারা।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করেছেন-উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক অধ্যাপক ড. এম. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, সহকারী পরিচালক সায়ীদ ইশতিমাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার সৌরভব্রত দাস, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম এবং পাঠশালা একুশের বন্ধুরা।
লেখা ও ছবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
ওএফএস।