বিতর্কে-‘আগামীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের’
‘আগামীর সংকট ক্ষুধার নয়, পরিবেশের’-এই বিষয়ে হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ‘মাৎস্যবিজ্ঞান অনুষদ’ কর্তৃক আয়োজিত তাদের আন্ত:অনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল।
২৩ অক্টোবর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড সভাপতিত্ব করেছেন ফাইনালে।
এই প্রতিযোগিতায় অনুষদের বিভাগগুলো মোট পাঁচটি দল লড়েছে।
প্রতিযোগিতার ফাইনালে ‘পক্ষ দল’ হিসেবে লড়েছে ‘স্নাতকোত্তর’। তারা সবার সেরা হয়েছেন ১২৭.২ পয়েন্ট লাভ করে।
রানার-আপ স্নাতক চতুর্থ বর্ষ ‘বিপক্ষ দল’ হয়ে অর্জন করেছে ১২৫ পয়েন্ট।
‘মাৎস্যবিজ্ঞান অনুষদ আন্ত:অনুষদীয় বিতর্ক প্রতযোগিতার সেরা বক্তা মনোনীত হয়েছেন রানার-আপ দলের আল-ইমরান তোহা।
প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত এবং পুরস্কার প্রদান করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
অনুষদীয় বিতর্কে বক্তব্য প্রদান করেছেন-স্পিকার ও আহবায়ক মৎস্যজীববিদ্যা ও কৌলিতত্ব বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন, ছাত্র সমিতির কোষাধ্যক্ষ ও মাৎস্যচাষ বিভাগের আমিনুর রশীদ, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ।
লেখা ও ছবি : রাজিবুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ওএফএস।