
বইমেলায় আসছে মানিকের ‘বর্ণহীন চরিত্র’
২৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১১:২১ পিএম

অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত হতে যাচ্ছে সাংবাদিক, লেখক ও কবি মানিক মুনতাসিরের চতুর্থ বই
‘বর্ণহীন চরিত্র’। এটি একটি কবিতার বই।
বইটিতে স্থান পেয়েছে প্রেম, দ্রোহ, ক্ষোভ, সমাজ, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি বিষয়বস্তুকে ঘিরে লেখা ৬০ টি কবিতা। বইটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ।
দেড় যুগের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত মানিক মুনতাসির কাজ করছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে।
গত বছর মেলায় প্রকাশিত হয়েছিল লেখকের প্রবন্ধের বই
‘মুখোশের আড়ালে মুখোশ’। বইটি মেলায় বেশ সাড়া ফেলেছিল। লেখকের প্রথম বই ‘খবরের কবর’ প্রকাশিত হয় ২০১৬ সালের বই মেলায়।
লেখকের বইসমূহ মেলায় ৩২১ নম্বর টাঙ্গনের স্টল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে পাওয়া যাবে।
এ ছাড়া. রকমারি ডটকমসহ দেশের বিভিন্ন অনলাইল প্লাটফর্ম থেকে বইটি সংগ্রহ করা যাবে।
এনএইচবি/এমএমএ/