শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বইমেলায় গ্রামীণ আবহে নির্মিত স্টলে দর্শনার্থীদের ভিড়

উপরে খড়ের চাল, চারদিকে বাঁশের চাটাই, চালের নিচে ঝুলছে বাবুই পাখির বাসা দেখতে ছোট্ট একটি বাড়ির মতো। কেউ কেউ চারদিকে বাঁশ চাটাই দিয়ে ছোট কুঠির বানিয়ে রেখেছেন, ভেতরে সারি সারি বই। অমর একুশে বই মেলার এমনই গ্রামীণ আবহে স্টল বানিয়েছে বেশ কয়েকটি প্রকাশনী। দৃষ্টিনন্দন এসব স্টলে পাঠকের তুলনায় দর্শনার্থী অনেক বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায় বই কিনতে আসা পাঠকের তুলনায় দর্শনার্থী সংখ্যা অনেক বেশি। অন্যান্য স্টলের তুলনায় এসব স্টলে তুলনামূলক বেশি। বই নিয়ে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ছবি তুলছেন। তবে স্টল সংশ্লিষ্টদের দাবি যে পরিমাণ লোক সমাগম হচ্ছে, সেই তুলনায় বিক্রি খুবই কম।

এমন বেড়ার ঘর সাদৃশ বইমেলায় স্টল করেছেন আকাশ প্রকাশনী। প্রকাশনীটির ম্যানেজার জাহিদুজ্জামান ভূঁইয়া বলেন, শহুরে জীবনে গ্রামীণ আবহে তুলে ধরতেই এমন নান্দনিক আয়োজন। তাছাড়া আমাদের রয়েছে ইতিহাস-ঐতিহ্য, বাম রাজনীতির বই, অনুবাদ ও গবেষণা ধর্মী বই। বলা চলে, আমাদের প্রকাশিত বইগুলোর সঙ্গে এমন স্টল বেশ সঙ্গতিপূর্ণ। তাই এভাবে সাজানো হয়েছে।

বই বিক্রির ব্যাপারে জাহিদুজ্জামান বলেন, পাঠক দর্শনার্থীদের তুলনায় কম। দর্শনার্থী আসছেন, ছবি তুলছেন চলে যাচ্ছেন। তবে বিক্রি খারাপ হচ্ছে না ; আশা করি সামনে দিনে এটি আরে বাড়বে।

আকাশ প্রকাশনীটির কয়েক ধাপ এগোতেই শ্রাবণ প্রকাশনী। তারা তৈরি করেছে চাটাইয়ের ঘর। প্রকাশনীটির প্রকাশক রবিন আহসান বলেন, এর আগেও আমরা বোর্ড দিয়ে ঘর সাদৃশ স্টল বানিয়েছিলাম। তা ছাড়া, চাটাই দিয়ে যে এমন ঘর তৈরি করা যায় এটি অনেকেই জানে না। আমাদের যে গ্রামীণ ঐতিহ্য সেটি মাথায় রেখেই এমন স্টল তৈরি করা।

এদিকে সম্পূর্ণ বাঁশ আর শীতল পাটি দিয়ে স্টল তৈরি করেছেন বায়ান্ন প্রকাশন। প্রকাশনীটির বিক্রয়কর্মী তৌফিকুল হাসান শুভ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা জন্য আমাদের এ প্রয়াশ। তা ছাড়া, এ স্টল তৈরিতে কৃত্রিম কোনো কিছু দিয়ে ব্যবহার করা হয়নি।

বই বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু বই আছে সেই বইগুলো হীট। আমাদের লেখকদের নির্দিষ্ট ফ্যান বেজ আছে। তাই এবারের মেলাতে বই বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি।

মেলার বাংলা একাডেমি প্রবেশপথ সংলগ্ন কোয়ান্টাম মেথডের স্টল। এ স্টল সাজানো হয়েছে তালপাতা, বাঁশ ও বাঁশের চাটাই দিয়ে। অবাক করা বিষয় হলে স্টলের ভেতরে একটি বিরাট গাছ। গাছটির বিভিন্ন কাণ্ডে ঝোলানো হয়েছে সারি সারি বই। জ্ঞানের শাখা-প্রশাখা বিস্তারের মধ্য দিয়ে বইগুলোকে বিভিন্ন বই সাজানো হয়েছে।

কোয়ান্টাম মেথডের স্বেচ্ছাসেবী বিক্রয়কর্মী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, যেহেতু কোয়ান্টাম ফাউন্ডেশন অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাই আমরা অন্যান্যদের তুলনায় আলাদা থাকার চেষ্টা করেছি। এ ছাড়া, আমরা একটি বার্তাও দিতে চাই এ স্টল থেকে ; স্টলের বাহিরে গ্রামীণ আবহের ছোঁয়া থাকলেও ভেতরে একটি গাছ, যা শিক্ষার ন্যায় এবং গাছের শাখা-প্রশাখা ঝোলানো বই। জ্ঞানের সাথে বই যেমন সম্পর্কিত, তেমনি গাছের সঙ্গেও শাখা-প্রশাখাও বেশ সম্পর্কিত। কারণ বই ছাড়া জ্ঞান যেমন অর্থহীন তেমনি শাখা-প্রশাখা বিহীন গাছও অর্থহীন।

এমএমএ/

Header Ad
Header Ad

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার চারদিনের চীন সফরের আজ (২৮ মার্চ) তৃতীয় দিনে দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুদেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।

এগুলো হলো- বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

Header Ad
Header Ad

সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আফরোজ পারভীন সিলভিয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সিলভিয়াসহ ৪ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপরপরই তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আইনজীবী সিলভিয়া কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে তড়িঘড়ি করে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

Header Ad
Header Ad

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন
‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় পুলিশ সদস্য নিহত
সফল বৈঠক, ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের
আজ পবিত্র জুমাতুল বিদা: রমজানের শেষ জুমার তাৎপর্য
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার যানবাহন পারাপার, কমছে টোল আদায়ের হার
গাজায় ইসরায়েলি হামলায় ঝরল আরও ৪০ প্রাণ, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন চীনা প্রেসিডেন্ট
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
সন্‌জীদা খাতুনের শেষ ইচ্ছা: চিকিৎসা গবেষণার জন্য দেহ দান
গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল গ্রেফতার
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারানোর অভিযোগ এক নারী পোশাককর্মীর
লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
৫ সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
চুয়াডাঙ্গায় যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ
জীবন-মৃত্যু আল্লাহর হাতে: বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে সালমান খান