শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশে সীমাহীন দুর্নীতি এবং আরাভ ইস্যু

আমি মনে করি আরাভ ইস্যুতে আরও প্রমাণ দরকার। শুধু মাত্র ভাসা ভাসা কথার উপর ভিত্তি করে আমরা নিশ্চয়ই কোনো সিদ্ধান্তে আসতে পারি না। আমার মনে হয়, বিষয়টি আরও পরিষ্কার হওয়া দরকার। তবে আমি যেটি বলতে চাই যে, আমাদের দেশের অর্থ বাইরে পাচার হচ্ছে এবং উন্নত দেশে টাকাটা যাচ্ছে। এটি শুধু যে মধ্যপ্রাচ্যে যাচ্ছে তাই না, আমরা ভালো করেই জানি এই পাচারকৃত অর্থ আমেরিকা, লন্ডন, কানাডাসহ বিভিন্ন উন্নত দেশেই যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, আমেরিক কানাডাতে এলিট শ্রেণির জন্য বাড়ি কেনা হচ্ছে। কানাডাতে বাড়ি ক্রয়ের বিষয়ে বেগম পাড়ার কথাও চলে আসে। এসবই এখন প্রকাশিত।

পাচারকৃত অর্থের বিষয়ে ইংল্যান্ড ও কানাডার সরকার ভালো করেই জানে। আমেরিকার সরকার খুব ভালো করেই জানে যে, এটি বৈধ অর্থ নয়। কারণ এত টাকা বাংলাদেশ থেকে বহন করে নেওয়ার কথা নয়। তারা হয়ত বলবে যে টাকাটা সিঙ্গাপুরের মাধ্যমে এসেছে এবং তারাও বিষয়টি সম্পর্কে অবহিত। আমার কথা হচ্ছে, বাংলাদেশে যত দুর্নীতি হচ্ছে, এটির ফায়দা নিচ্ছে উন্নত দেশগুলো। টাকাটা যদি বাংলাদেশেই রি-ইনভেস্ট হতো ক্ষতি ছিল না। আমাদের দেশে অর্থ পাচারের বিষয়টি যদি গুরুত্বের সাথে দেখি, তাহলে দেখা যাচ্ছে সমাজের তথাকথিত এলিট শ্রেণি অর্থাৎ নকল এলিট শ্রেণির ছেলেমেয়রা সবই বিদেশেই থাকে। যারা বিদেশে থাকে, বিদেশে বাড়িঘর করছে, তাদের নামও আমরা জানি এবং আমরা এটিও জানি যে, এগুলোর সমাধান এত সহজে হবে না। জনগণের মধ্যে সচেতনতা থাকতে হবে। তবে এটির জন্য আইন কানুন দরকার। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে বসা দরকার। টাকাটি ভিনদেশে যাচ্ছে কীভাবে ?

আমি সবসময়ই বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিবছর যে সার্ভে করে সেক্ষেত্রে প্রতি বছরই আমরা দেখি যে, বাংলাদেশ বেশ খারাপ অবস্থায় আছে। সিআইডি কখনো তদন্ত করে না, টাকাটি কোন অবস্থায় কোন কারণে কীভাবে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।

আমার কথা হচ্ছে, দেশের মধ্যেই দুর্নীতির উপাদান কিন্তু সবসময়ই ছিল। এখন সব দেশের যদি সহযোগিতা না থাকে, তাহলে তো আমরা এগুলো থামাতে পারব না। আজকে যেসব উন্নত দেশের কথা বলি, ইতিহাস বলে, তারাও কিন্তু দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় করেই এ পর্যন্ত এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ইতিহাসের জন্ম দিয়েছে। ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলিট শ্রেণির জন্ম দিয়েছে। আবার সেই শ্রেণিই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বর্জন করেছে দেখেছি। এইসব শিক্ষিত এলিটের কয়জন সন্তান দেশে পড়ালেখা করছে? তাদের ছেলেমেয়েরা বাংলাদেশে পড়ে না। চাকরি জীবন শেষে এরাও বিদেশে পাড়ি জমায় উন্নত নিরাপদ জীবনের আশায় এবং সে উদ্দেশ্যেই বিবেকহীন হয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যায়। একজন দুইজন ব্যতিক্রম ছাড়া অধিকাংশের সন্তান সেটি আমলা, অর্থনীতিবিদ, মিডিয়ার মুখপাত্র ইত্যাদির খোঁজ নিলে দেখা যাবে তাদের সন্তানরা সব বিদেশেই থাকে। দিনে দিনে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়ছে এতে কোনো সন্দেহ নেই।

কাজেই আমার কথা হচ্ছে, এই আরাভ ইস্যু মূলত দেশের রন্ধ্রমূলে গজিয়ে উঠা যে দুর্নীতির মহিরুহ আমরা দেখছি, সেক্ষেত্রে নিঃসন্দেহে একটি বিপদ সংকেত, যেখান থেকে আমাদের পরিত্রাণের পথ খুঁজে পেতে এখনই সচেতনতা দরকার।

ড. ইমতিয়াজ আহমেদ: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্লেষক

আরএ/

Header Ad
Header Ad

গুজব ছড়ানোর তালিকায় ভারতের ৪৯ গণমাধ্যম

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলের অবসান ঘটে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সময় থেকে গত ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের প্রসঙ্গে একের পর এক ভুয়া খবর প্রচার করা হয়।

আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে অন্তত ৪৯টি ভারতীয় গণমাধ্যমে ১৩টি ভুয়া খবর শনাক্ত করা হয়েছে। সর্বাধিক ৫টি ভুয়া খবর প্রচার করেছে রিপাবলিক বাংলা। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রচার করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আজতক অন্তত ২টি করে ভুয়া খবর ছড়িয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর, তার নামে একটি খোলা চিঠি প্রচারিত হয় যেখানে তিনি নিজের ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বলে দাবি করা হয়। অনুসন্ধানে দেখা যায়, চিঠিটি সম্পূর্ণ ভুয়া। এটি প্রথমে ফেসবুকে ছড়ানো হয় এবং পরে ভারতীয় পত্রিকা ত্রিপুরা ভবিষ্যৎ-এর একটি স্ক্রিনশট আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হয়, একজন হিন্দু ব্যক্তি তার নিখোঁজ সন্তানের সন্ধানে মানববন্ধন করছেন। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ব্যক্তি আসলে মুসলিম এবং তার নাম বাবুল হাওলাদার। তিনি ২০১৩ সালে নিখোঁজ হওয়া ছেলের সন্ধানে মানববন্ধন করেছিলেন।

গণমাধ্যমগুলোতে দাবি করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। তবে ছবিটি ভিন্ন প্রেক্ষাপটের এবং ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ আছেন।

কিছু গণমাধ্যম দাবি করে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এই দাবি মিথ্যা এবং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই।

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর দাবি করা হয়, ড. ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। অনুসন্ধানে দেখা যায়, এটি ভিত্তিহীন এবং ব্যবহৃত ছবি পুরোনো।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়, ১৯৭১ সালে অস্ত্র পরিবহনকারী পাকিস্তানি জাহাজ আবার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি একটি বাণিজ্যিক জাহাজ যা কাঁচামাল ও পণ্য পরিবহন করে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং আদালত প্রাঙ্গণে সংঘর্ষ নিয়ে নানা মিথ্যা খবর ছড়ানো হয়। নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসেবে প্রচার করা হয়, যা ভুল।

একটি ভিডিওতে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কিন্তু ভিডিওটি ভারতের পূর্ব বর্ধমান জেলার প্রতিমা বিসর্জনের দৃশ্য।

যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা নিয়ে বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার দাবি প্রচার করা হয়। কিন্তু এটি বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতার অংশ।

প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর এমন ভুয়া খবর ছড়ানো এক ধরনের পরিকল্পিত অপপ্রচার। রিউমর স্ক্যানার এসব গুজবের ভিত্তিহীনতা তুলে ধরেছে এবং বিষয়গুলো নিয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

নওগাঁয় যুবদল নেতা মজিদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁয় যুবদল নেতা আব্দুল মজিদ (৪৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় নওগাঁ-সান্তাহার সড়কে বোয়ালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল মজিদকে গুলি করা হয়। এ সময় মজিদের দুই ভাই কাবিল হোসেন, শফিকুল ইসলাম ও স্থানীয় সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের কুপিয়ে জখম করে। ২৬ নভেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। তবে মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী এখনও গ্রেপ্তার হননি।

বোয়াালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশতাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মামুনুর রহমান ও শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার কামাল চঞ্চল, আব্দুস সালাম পিন্টু ও নিহত যুবদল নেতা আব্দুল মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২ নভেম্বর রাত ১০টার দিে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় যুবদল নেতা আব্দুল মজিদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে এসে আব্দুল মজিদের ওপর গুলি চালায়। এই হামলার নেতৃত্বে ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, তাঁর সহযোগী আব্দুল্লাহ, রফিক ও মিলন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর দখলে থাকা জমি উদ্ধারকে কেন্দ্র করে মজিদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২ নভেম্বর আব্দুল মজিদের ওপর মোহাম্মদ আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার ঘটনার পর এক মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ এখনও মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে পারেনি। মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

মজিদের বড় ভাই মোকসেদুল ইসলাম বলেন, ‘আমার ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কিন্তু কোনো দিন কোনো অন্যায় কোনো কাজ করেনি। মানুষের উপকার করে বেড়াত। এলাকার কোথায় কার কি সমস্যা হচ্ছে সেখানে চলে যেত, সমাধানের চেষ্টা করতো। সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হলো। অথচ পুলিশ এখনও হত্যাকারী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে পারলো না। আমি মোহাম্মদ আলীসহ সকল আসামিকে গ্রেপ্তার দেখতে চাই, তাদের বিচার আওতায় আনা হয়েছে দেখতে চাই।’

এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীসহ বাকি আসামিরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

বিরামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন এর সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ, বিরামুপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হক মানিক,
বৈষম্য ছাত্র আনন্দোনের সমন্বয় তন্ময়, বীর মুক্তিযোদ্ধার সন্তান জোনায়েদ হোসেন প্রমুখ।

এসময় বিরামপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও সুধী মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গুজব ছড়ানোর তালিকায় ভারতের ৪৯ গণমাধ্যম
নওগাঁয় যুবদল নেতা মজিদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
বিরামপুরে হানাদার মুক্ত দিবস পালিত
পাঞ্জাবে কৃষকদের আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: চন্দন ও রিপনের রিমান্ড মঞ্জুর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস নেই; ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূর মৃত্যু
ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই : রিজভী
অ-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ট্রান্সকম শেয়ার জালিয়াতি: সিমিন রহমানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন
শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট
রাজবাড়ী‌তে পুলিশকে গুলি করে পালালো আসামি
সংস্কারে গতি বাড়ান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিন: ডা. শফিকুর রহমান
‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর মারা গেছেন
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত
লাহোরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর
বাংলাদেশের সঙ্গে ভারত নতুন সম্পর্কের সেতু গড়তে পারত: উপদেষ্টা ফারুকী
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আইনজীবী সাইফুল হত্যা মামলার আরেক আসামি রিপন দাস গ্রেপ্তার
কুবিতে আজ 'ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ'