বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

অফিস কক্ষেই সংসার গড়েছেন জবি শিক্ষক!

বিভাগের নিজ অফিস কক্ষেই খাট পেতে সংসার গড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ।

অফিসের কক্ষেই থাকেন রাতদিন ২৪ ঘণ্টা। খাওয়া-থাকাসহ অফিস করছেন নিজ বিভাগেই। প্রশাসনের বিধি-নিষেধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই বিভাগের নিজ অফিস কক্ষে নিয়মবহির্ভূত অবস্থান করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভাগে শিক্ষকদের রাত্রিযাপন করার কোনো নিয়ম নেই। এই নিয়মের তোয়াক্কা না করে অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বিগত ২০ দিন ধরে বিভাগের নিজ অফিস কক্ষে রাত্রিযাপন করছেন। তিনি বিভাগেই রাতে ঘুমানোর জন্য শনিবার দুইটি বালিশও কিনে এনেছেন। বালিশ কিনে ওই শিক্ষকের বিভাগের নাদিম নামে এক স্টাফ লিফট দিয়ে যাওয়ার সময় প্রথমে লিফট ম্যান ও পরবর্তীকালে নিরাপত্তাকর্মীর নজরে আসেন। এরপরই বিষয়টি সামনে আসতে শুরু করে।

যদিও তিনি যে এখানে থাকছেন তা আরও অনেক আগে থেকেই সন্দেহ করেছিলেন নিরাপত্তা প্রহরীরা। পরবর্তী সময়ে তারা বিষয়টি সিকিউরিটি অফিসারকে জানালে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে তা অবহিত করেন।

বিভাগ থেকে জানা যায়, অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ শারীরিকভাবে অসুস্থ। কোনো অঘটন ঘটলে তার দায়ভার কে নেবে তা নিয়েও প্রশ্ন ওঠেছে। শিক্ষকের এমন কাণ্ডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন শিক্ষক অনুমতি ব্যতীত বিভাগে রাত্রিযাপন করতে পারেন কি না তা নিয়েও নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে।

অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ অত্যন্ত জেদি প্রকৃতির একজন মানুষ বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে। তিনি অবিবাহিতও। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে যদিও তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়নি। বিভাগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি শোকজও হয়েছেন বলে জানা যায়। তিনি আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের নেতা, দুইবার কোষাধ্যক্ষও হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষকের অফিস কক্ষের ভেতরে বসার চেয়ার ও টেবিলের পেছনেই একটি সিঙ্গেল বেড গুছানো রয়েছে। সেখানেই তিনি রাত্রিযাপন করেন। রয়েছে বেডশিট এমনকি কাথা-বালিশ ও।

রাত্রিযাপনের বিষয়ে জিজ্ঞেস করলে অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ এবং বাসা দূরে। আমাকে বিভিন্ন পরীক্ষার খাতা দেখা এবং গবেষণার জন্য অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। এইসব কাজের জন্যেই আমাকে এখানে রাতযাপন করা লাগে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কাজে ক্যাম্পাসে থাকতেই পারে। আমার তো টাকা পয়সার অভাব না যে আমাকে এখানে থাকাই লাগবে। আমি বিভিন্ন চাপে থাকি এবং আমার কাজের জন্যেই এখানে থাকি।

থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম বা অনুমতি নিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, কাজের জন্য বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার অনুমতি নেই এই বিষয়ে আমি জানি না। কোনো প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি থাকলেও আমাকে দেবেন।

এর আগে ২০২১ সালের ২১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা ‍জারি করে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো একাডেমিক ভবনে কেউ বসবাস বা রাত্রিযাপন করতে পারবে না।’ নিরাপত্তার কারণ দেখিয়ে ক্যাম্পাসে রাত সাড়ে ১০টার পর শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞাও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অসুস্থতার দোহাই দিয়ে বিভাগে দেখা করতে বলেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিভাগ থেকে আমাকে কিছু জানায়নি। বিষয়টি তো আমাকে জানানো উচিত। সমস্যা হলে লিখিত জানানো দরকার। আমি বিভাগে বলেছি লিখিত দিতে। অন্যথায় আমি উপাচার্যের নিকট উত্থাপন করব।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে অবহিত করলে তিনি বলেন, আমাকে কেউ এ বিষয়ে জানায়নি। আমি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি জানালে তিনি বলেন, ঠিক আছে দেখি আমি জানব। জানার পর কথা বলব।

এমএমএ/

Header Ad

কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিট স্ট্রোকে ফাতেমা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল কৃষ্ণানন্দবকসী গ্রামে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মৃত নারী ওই ওয়ার্ডের কপুর উদ্দিনের স্ত্রী।

গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল ও নিহতের স্বজন জাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল জানান, ওই নারী দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলেন। প্রচণ্ড দাবদাহে তিনি হিট স্ট্রোক করেছেন। পরে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফাইল ছবি

তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ ছুটির পর নতুন করে আর ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যার ফলে মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রবিবার (২৮ এপ্রিল) থেকেই পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। খোলার পর শনিবারও ক্লাস চালু থাকবে।

তবে, এ বিষয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাউশি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল-ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হলো।

এতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, শ্রেণি কার্যক্রমের যে অংশ শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যেসব কার্যক্রমে সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।

তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে, বাংলাদেশের দিকে তাকালে এখন লজ্জিত হই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার (২৪ এপ্রিল) এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। খবর ডন অনলাইনের।

১৯৪৭ সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর বাঙালিদের এ ভূখণ্ড পাকিস্তানের একটি অংশ হয়ে শাসিত হতে থাকে। কিন্তু সবকিছুতে এ জনপদের মানুষের ওপর ছিল বৈষম্য। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে একসময় মুক্তির সংগ্রাম শুরু হয়, যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে হয় স্বাধীনতার যুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার ৫৩ বছরে অর্থনীতির বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের আগের সময়ের প্রসঙ্গ টেনে শেহবাজ শরিফ বলেন, আমি তখন অনেক তরুণ ছিলাম...তখন আমাদের বলা হতো ওই অঞ্চল (বাংলাদেশ) আমাদের জন্য বোঝা। আজ আপনারা জানেন, সেই ‘বোঝা’ কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধিতে)। তাদের দিকে তাকালে আমি এখন লজ্জিত হই।

অনুষ্ঠানে শেহবাজ শরিফ পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সেদেশের ব্যবসায়ীদের রপ্তানি বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন। এসময় তিনি ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়েও কথা বলেন। এছাড়া দেশে ‘রাজনৈতিক স্থিতিশীলতা’র জন্য পিটিআই প্রধান ইমরান খানের প্রতি তার নমনীয় দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেন শেহবাজ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ। বেশ কিছু বছর ধরে পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। মূল্যস্ফীতি, দারিদ্র্য বৃদ্ধি, দুর্নীতিসহ নানা সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শেহবাজ শরিফ।

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ
চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় স্বপ্ন ছিল: মোস্তাফিজ
বৃষ্টি কামনায় টাঙ্গাইলে ইস্তিস্কার নামাজ আদায়
মোবাইল ইন্টারনেট গতিতে আরও ৬ ধাপ পেছালো বাংলাদেশ
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস
এফডিসিতে ইউটিউবার প্রবেশ নিষিদ্ধ চাইলেন অঞ্জনা
অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, ক্ষোভে বাসে আগুন দিল শিক্ষার্থীরা
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে: রিজভী
অনুমতি মিললে ঈদের আগেই গরু আমদানি সম্ভব: ব্রাজিলের রাষ্ট্রদূত
আবারও ঢাকাই সিনেমায় কলকাতার পাওলি দাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সাবেক কৃষকলীগ নেতাসহ নিহত ২
গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
বেনজীর ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে চিঠি দুদকের
ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৩৮ জন
জয়কে আজীবন বয়কট, ২ জনকে সাময়িক বহিষ্কার