বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

২৯ জানুয়ারি ২০২৩, ০১:২০ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম


বেরোবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আজ রবিবার (২৯ জানুয়ারি)।

শনিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপ্তিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং একই দিন বিকেল ৫টায় শূন্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

/এএস


বিভাগ : ক্যাম্পাস