
জাবি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৩, ০৪:০৯ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের নিবর্তনমূলক দুটি ধারা রহিত করাসহ ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার তিনদফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ছাত্র ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে।
সংবাদ প্রকাশ নিয়ে অসন্তোষের জেরে গত সোমবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শুভ আনোয়ারের সঙ্গে উচ্চবাচ্য এবং অসৌজন্যমূলক আচরণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন। যাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
এসময় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে বলেন, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মোড়কে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের রূপ দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র শৃঙ্খলা বিধিতে যে নিবর্তনমূলক দুটি ধারা রয়েছে, এর সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনাও সম্পৃক্ত। এখানে যে কাজটি সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতা করেছেন, তার জন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনের সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ।
এদিকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকের সঙ্গে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।
এএজেড