ক্যাম্পাস

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১০ জানুয়ারি ২০২৫, ১২:১৯ এএম

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষার্থীর নাম আশরাফুজ্জামান নূর রিজভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা ভবনের দ্বিতীয় তলার ওয়াশরুমে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তিনি ভিডিও ধারণ করছিলেন। সন্দেহ হলে নারী শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অভিযুক্তের মোবাইল তল্লাশি করে সেখানে ধারণকৃত কিছু অশ্লীল ভিডিও পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিজভী ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের চাপ ও উত্তেজনার মুখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।