
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০১:১০ এএম

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত (১ ফেব্রুয়ারি) সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোক্তার হোসেন শেরপুর সদর উপজেলার পাঞ্জুরডাঙ্গা গ্রামের চাঁন মিয়ার ছেলে। বর্তমানে মহাখালীর কড়াইল এলাকায় বসবাস করতেন তিনি।
মোক্তারের বন্ধু শিমুল জানান, মোক্তার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। বুধবার রাতে অফিস শেষ করে বাসায় ফেরার পথে মহাখালী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোক্তারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এএইচ/এসআইএইচ