রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

১৮ মার্চ ২০২৩, ১১:১৫ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১১:৩০ এএম


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১ হাজার ৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

কেএম/আরএ/


বিভাগ : রাজধানী

বিষয় : রাজধানী , ঢাকা