রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন

২৫ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ০৯:৪৩ পিএম


রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশেপাশ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুধু ড্রাইভার ছিল তিনি নিরাপদে নেমে গেছে।

কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস এর পক্ষ প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অ্যাম্বুলেন্সে থাকা গ্যাসের সিলিন্ডার অতিরিক্ত ওভারলোডের কারণে এই ঘটনাটি ঘটে।

কেএম/এমএমএ/

 


বিভাগ : রাজধানী