সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান দোকান উচ্ছেদ

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় ভাসমান দোকান উচ্ছেদের অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তার কিছুক্ষণ আগেই সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়ে যায়। অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও সাধারণ জনতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের ভেকু মেশিন দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর দোকানের অবশিষ্টাংশ একে একে ট্রাকে তুলে ফেলা হয়। অনেক দোকানি আগেভাগে তাদের মালামাল সরিয়ে নিতে সক্ষম হলেও, অনেকেই হঠাৎ অভিযানে হতচকিত হয়ে কোনো প্রস্তুতি নিতে পারেননি। ফলে তাদের মূল্যবান জিনিসপত্র ক্ষতির মুখে পড়ে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের একজন কর্মকর্তা বলেন, "আমরা দ্রুতই পুরো এলাকা থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্য শুধু সৌন্দর্যবর্ধন নয়, বরং এখানে গড়ে ওঠা মাদক সেবনের আখড়াও নির্মূল করা। তবে এ কাজে এককভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশন সফল হতে পারবে না—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।"
প্রসঙ্গত, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য ভাসমান দোকান গড়ে উঠেছিল। অভিযোগ ছিল, এসব দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবনের মতো অপরাধ সংগঠিত হয়ে আসছিল। এসব কারণেই এলাকাটি উচ্ছেদের আওতায় আনা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
