নগরভবনের সামনে ইশরাক সমর্থকরা, সচিবালয় অভিমুখে লংমার্চ ঘোষণা

নগরভবনের সামনে অবস্থান করছেন ইশরাক সমর্থকরা। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। শনিবার (১৭ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগর ভবনের সামনে জড়ো হন।
অবস্থান কর্মসূচি থেকে তারা সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আদালতের রায়ে বৈধভাবে মেয়র ঘোষণা করা হলেও এখনো ইশরাক হোসেনকে শপথ করানো হয়নি। এতে সরকারের রাজনৈতিক বৈষম্যই স্পষ্ট হচ্ছে বলে দাবি তাদের।
সূত্রাপুর এলাকার বাসিন্দা ও বিক্ষোভকারীদের একজন তৌফিক আহমেদ বলেন, “আদালতের রায় স্পষ্ট। ইশরাক হোসেন বৈধ মেয়র। কিন্তু সরকার পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করছে। আমরা এর প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিতে যাচ্ছি।”
বংশাল এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন বলেন, “ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত। কিন্তু তাকে মেয়র হতে দেওয়া হয়নি রাজনৈতিক কারণে। এখন আদালত তাকে স্বীকৃতি দিলেও সরকার চুপ। এটা অবিচার।”
বিক্ষোভের ফলে বেলা ১১টার দিকে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগর ভবনের মূল ফটকও বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে।
এর আগে শুক্রবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেয় ‘ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের প্ল্যাটফর্ম’। সেখানে জানানো হয়, নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে—এই দাবিতে তারা নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায়। এরপর থেকেই গেজেট প্রকাশ ও শপথ নিয়ে জটিলতা তৈরি হয়।
