রাজধানী

রাজধানীর বাতাসে উন্নতি, দূষণের তালিকায় আর শীর্ষে নেই ঢাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১১ জুন ২০২৫, ০৫:২১ এএম

রাজধানীর বাতাসে উন্নতি, দূষণের তালিকায় আর শীর্ষে নেই ঢাকা
ছবি: সংগৃহীত

মঙ্গলবারের টানা ঝুম বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষ ১৫-এর মধ্যেও নেই এখন ঢাকা।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ার নিয়মিতভাবে বিশ্বজুড়ে শহরগুলোর বাতাসের মান নিয়ে সূচক প্রকাশ করে, যা জনস্বাস্থ্যের ঝুঁকি ও সতর্কতা সম্পর্কে ধারণা দেয়।

বুধবার সকাল সাড়ে ৯টায় প্রকাশিত সেই সূচকে দেখা গেছে, বায়ুদূষণের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৫৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার AQI স্কোর ১৫৩। এটিও জনসাধারণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

বৃষ্টির কারণে ঢাকার বাতাসে ভাসমান ধূলিকণা কমে যাওয়ায় এই উন্নতি হয়েছে বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা। তবে তারা সতর্ক করেছেন, আবহাওয়ার উন্নতির পাশাপাশি দূষণরোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নিলে এই উন্নতি টেকসই হবে না।