রাজধানী

ঈদ শেষে স্বস্তিতেই রাজধানীমুখী মানুষের ঢল, অনেকে এখনো ছুটছেন গ্রামে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১১ জুন ২০২৫, ০৭:০৩ এএম

ঈদ শেষে স্বস্তিতেই রাজধানীমুখী মানুষের ঢল, অনেকে এখনো ছুটছেন গ্রামে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে। ছুটি শুরু হয়েছিল ৫ জুন, শেষ হবে ১৪ জুন। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন অনেকে। তবে এবারের ঈদযাত্রা ও ফেরার পথে স্বস্তি উপভোগ করছেন সাধারণ মানুষ।

বুধবার (ঈদের তৃতীয় দিন) সরেজমিন রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুর, গাজীপুর, নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে, যান চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছে টার্মিনালে।

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে নামা এক যাত্রী জানান, “ভাবছিলাম ফেরার পথে হয়তো কিছুটা দুর্ভোগ হবে, কিন্তু তা হয়নি। নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছেছি, সড়কে কোথাও যানজট ছিল না।”

নাটোর থেকে ফিরে আসা বেসরকারি চাকরিজীবী রফিকুল আমিন বলেন, “৪ জুন ঈদের আগে বাড়ি গিয়েছিলাম। আজ ভোরে রওনা দিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছেছি। পুরো পথে কোথাও থামতে হয়নি।”

গাবতলীতে যশোর থেকে আসা এক বাসচালক জানান, “সকাল ৬টায় রওনা দিয়ে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় ঢাকায় এসেছি। কোথাও যানজট নেই, তাই যাত্রা ছিল অনেক আরামদায়ক।”

অন্যদিকে, যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি, তারা এখন গ্রামে যাচ্ছেন। অনেককে এখনও সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও বিভিন্ন বাসস্ট্যান্ডে রাজধানী ছাড়তে দেখা গেছে। আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে তারা এখন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঈদের পরবর্তী লম্বা ছুটির কারণে এবার রাস্তায় চাপ কিছুটা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এবারের ঈদ শেষে রাজধানীতে ফেরা যেমন ছিল স্বস্তির, তেমনি গ্রামে যাওয়া মানুষের জন্যও ছিল নির্বিঘ্ন।