রাজধানী

আজ কিছুটা কমবে ঢাকার গরম, আবহাওয়া থাকবে শুষ্ক, নেই বৃষ্টির সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৩:০৭ এএম

আজ কিছুটা কমবে ঢাকার গরম, আবহাওয়া থাকবে শুষ্ক, নেই বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি কমবে না বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৭টায় প্রকাশিত ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া সারাদিন প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির স্বস্তিও মিলবে না আজ। বৃষ্টিহীন হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে নগরবাসীকে গরম ও ভ্যাপসা অস্বস্তির মধ্য দিয়েই দিন কাটাতে হতে পারে।

সার্বিকভাবে আজকের দিনটি গরমের দিক থেকে কিছুটা সহনীয় হতে পারে, তবে আর্দ্রতার কারণে অস্বস্তির অনুভব অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তাই নাগরিকদের হালকা পোশাক পরা ও পর্যাপ্ত পানি পানের মাধ্যমে নিজেকে সতেজ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।