
আবুল খায়েরে সরাসরি সাক্ষাৎকারে চাকরি, বেতন ২৬ হাজার
০৯ মার্চ ২০২৩, ১১:২৮ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১১:৪৯ এএম

আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। এ বিষয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা নির্দিষ্ট তারিখে উপস্থিত হয়ে আবেদন করে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত না
আবেদন যোগ্যতা: স্নাতক বা সমমান পাস করতে হবে। এফএমসিজি সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। কনভেন্সিং অ্যাবিলিটি ও মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো এলাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বয়স: কমপক্ষে ২৪ বছর
বেতন: ২২০০০-২৬০০০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে আবেদন ও সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
আরএ/