মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

স্থায়ী কনস্যুলেটের দাবি ৭ বছরেও পূরণ হয়নি মিশিগানবাসীর

আমেরিকার দ্বিতীয় বাংলাদেশি ঘনবসতিপূর্ণ স্টেট মিশিগান। নিউইয়র্কের পরই বাংলাদেশের মানুষ বেশি বসবাস করেন মিশিগানে। সেখানে বাংলাদেশি কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার দাবি দীর্ঘ দিনের। কিন্তু সেই দাবি আজও উপেক্ষিত। মিশিগান প্রবাসী বাংলাদেশিরা বলছেন, মিশিগানে কনস্যুলেট অফিস স্থাপন করা হলে, সার্বিকভাবে বাংলাদেশিরা উপকৃত হবেন।

মিশিগানের ড্রট্রেয়েট হ্যামট্রামিক, ওয়ারেন, স্টাররিং হাইটস, ট্রয়, ডিযারবন, এন হারবার, শেলভি এই সব এলাকায় কমবেশি ৮০ থেকে ৯০ হাজার প্রবাসী বসবাস করেন। ইমিগ্র্যান্ট হিসাবে যারা বাংলাদেশ থেকে আসেন তারা প্রথমে কিছুদিন নিউইয়র্কে থাকেন তারপর সহজ জীবনযাত্রার শহর মিশিগানে বসতি স্থাপন করেন। বর্তমানে মিশিগান ছাড়াও নিউইয়র্ক এর একটি শহর বাফোলোতে অনেকেই যাচ্ছেন। তবে কাজের সহজলভ্যতা, জীবন যাত্রার স্বল্প ব্যায়, বাংলাদেশি ট্র্যাডিশনে থাকার নানা কারনে মিশিগান বর্তমানে সবার পছন্দ। মিশিগানে দশ-পনের মাইলের মধ্যে ৪৭ টি বাংলাদেশি গ্রোসারি রয়েছে। মিশিগানে প্রতি মাইলে একটি মসজিদ রয়েছে। বাংলাদেশি মালিকানাতে ২৫ টি ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশি প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠান শতাধিক।

মিশিগানে 'বাংলাদেশ অ্যাভিনিউ' সহ বর্তমানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি প্রক্রিয়াধীন। সেখানে যে সকল প্রবাসীরা রয়েছেন তাদের মধ্যে ৫০ হাজারের মতো প্রবাসী বাংলাদেশি এখনও সবুজ পাসপোর্ট বহন করেন। এবং প্রতিদিন দুই-তিন শত প্রবাসী বাংলাদেশে ট্রাভেল করেন।

মিশিগানের কনান্ট স্ট্রীট সহ নানা জায়গায় মানি ট্রান্সফারের দোকান রয়েছে কম-বেশি ৩৭ টি। সেখান থেকে প্রবাসীরা যে পরিমান রেমিট্যান্স প্রেরন করেন তার একটি আনুমানিক পরিসংখ্যানে দেখা যায় শুধু মিশিগান থেকে বাংলাদেশি প্রবাসীরা প্রতি মাসে দেশে পাঠান ৬৫ কোটি টাকা।

তবে নানা উৎসবে সেটা ৭০/৭৫ কোটিতে গিয়ে দাঁড়ায়। মিশিগানের বেশ কয়েকজন রেমিট্যান্স স্পেশালিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

মিশিগানে গ্রোসারির সংখ্যা ৪৭ টি। এর মধ্যে ৩৪ টি গ্রোসারিতে প্রতিদিন নুন্যতম এক হাজার থেকে দশ হাজার ডলার ট্রানজেকশন হয়ে থাকে। কনান্ট ট্রাভেল, টাকা মানি এক্সচেঞ্জ, কুইক সেন্ড, ওয়ালী এন্টারপ্রাইজ ও সোনালী একচেঞ্জসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রেমিট্যান্স প্রেরনে প্রথম সারির।

এদিকে 'সোনালী একচেঞ্জ' নামের সরকারী প্রতিষ্ঠানটি বিকাল ৪ টায় বন্ধ হয়ে যায়। আবার বেশিরভাগ সময় সেটা ৪ ঘন্টা খোলা থাকে। নানান কাগজপত্রের জটিলতায় সেখান থেকে দেশে টাকা পাঠাতে অনেকেই আগ্রহ দেখান না।

মিশিগানে কনস্যুলেটের দাবিতে মিশিগান প্রবাসীরা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি তারা দেশে বৈধভাবেই রেমিট্যান্স পাঠান ৬৫ থেকে ৭০ কোটি টাকা। এর বাইরে আরও অন্তত ৩০ কোটি টাকা প্রবাসীরা নিজে বহন করে নিয়ে যান। সব মিলিয়ে দেশে মিশিগান থেকে প্রতিমাসে রেমিট্যান্স আসে প্রায় ১০০ কোটি টাকা।

মিশিগানের ৯০ হাজার প্রবাসীদের মধ্যে ২০০ থেকে ৩০০ প্রবাসী প্রতিদিন বাংলাদেশে ভ্রমন করছেন। মাসিক হিসাবে ৫/৬ হাজার প্রবাসী মিশিগান থেকে বাংলাদেশ ভ্রমনকালীন সময়ে নিজে বহন করেন নুন্যতম পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার। নন ডিক্লারেশনে দশ হাজার বহন করা যায়।

গত দুই সপ্তাহ নানা মাধ্যমে তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিমাসে মিশিগান থেকে ১০০ কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স হিসাবে যাচ্ছে।

অনেক প্রতিষ্ঠান নিরাপত্তা জনিত কারনে সঠিক তথ্য দিতে চান নি। তবে একটি প্রতিষ্ঠানের কর্ণধার নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি মাসে এক থেকে দেড় মিলিয়ন ডলার প্রেরন করে থাকেন। এই সকল রেমিট্যান্স প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত মানি ট্রান্সফার হয়ে থাকে।

সরেজমিনে দেখা গেছে, লোকজন লাইনে দাঁড়িয়ে গভীর রাতে মানি ট্রানজেকশন করছেন। অনেকেই ফ্যাক্টরীতে জব করেন, সেখান থেকে সোজা টাকা পাঠাতে কনান্ট স্ট্রিটে চলে আসেন। প্লাসিড, স্মল ওয়ার্ল্ড, রিয়া, সোনালী একচেঞ্জসহ নানান কোম্পানীর মাধ্যমে রেমিট্যান্স যাচ্ছে বাংলাদেশে । আবার সরকারের দুই শতাংশ প্রনোদনা অনেককে লিগ্যাল চ্যানেলে টাকা প্রেরণে উৎসাহ দিচ্ছে। অনেকে মোবাইল অ্যাপস দিয়েও টাকা পাঠিয়ে থাকেন।

অ্যাপস জুম, রেমিট, মেজরিটিসহ প্রায় দশটি অ্যাপস এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশে টাকা পাঠাচ্ছেন নিয়মিত। তবে এই টাকা পাঠানোর কোন সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না।

আমেরিকার প্রবাসীরা বাংলাদেশে কি পরিমান রেমিট্যান্স প্রেরন করেন সেই হিসাব করলে দেখা যাবে এই সংখ্যা কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা যে পরিমান রেমিট্যান্স পাঠান সেই হিসাব করলে অনেক আগেই সেখানে বাংলাদেশ কনস্যুলেটের একটি অফিস স্থাপিত হতে পারত। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারনে কম রেমিট্যান্স প্রেরনকারী ফ্লোরিডার মায়ামী কনস্যুলেট পেয়ে গেলেও মিশিগানে আজও কনস্যুলেট অফিস হচ্ছে না।
মিশিগানে বসবাসকারি বাংলাদেশেীদের দাবি, রেমিট্যান্সের অগ্রাধীকারী হিসাবে অচিরেই মিশিগানে কনিস্যুলেট অফিস স্থাপন করা হোক।

মিশিগানের কয়েকজন প্রবীন কমিউনিটি নেতা জানান, মিশিগান প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছেন, অথচ আমাদের একটি নায্য দাবী পূরন হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী কমিটেড ছিলেন, অথচ তিনি সেই দায় এড়িয়ে চলছেন। মিশিগানের কনস্যুলেট অনেক রাজস্ব আদায় করতে সক্ষম হবে নিঃসন্দেহে।

উল্লেখ্য, আগামী মার্চে ফ্লোরিডায় কনস্যুলেট চালু হবে। সেখানে চারজন কর্মকর্তা অবস্থান করছেন, অফিসও নেওয়া হয়েছে। মিশিগানে বসবাসকারী বাংলাদেশিরা জোর দাবি করছেন, মিশিগানে কনস্যুলেট অফিস হলে সেটি বেশি কার্যকর হবে এবং রাজস্ব আদায়ে অগ্রণী ভুমিকা রাখবে।

প্রায় এক লাখ মিশিগানবাসী পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট মিশিগানে স্থায়ী কনস্যুলেটের দাবি প্রবাসীদের নায্য দাবি বলে জানান।

লেখক: জুয়েল সাদাত

ফ্লোরিডা প্রবাসী সাংবাদিক

জেএস/এনএইচবি/এএস

বিয়ের কোনো প্ল্যান নেই, এনজয় করছি : জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনে দুই দশকের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। মডেলিং ও নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্রে ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের মনে।

১৯৯৮ সালের ১৪ মে ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে। তবে শেষ অবদি টেকেনি তাদের সেই সংসার। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন জয়া-ফয়সাল। এরপর থেকে একাই জীবন পার করছেন এই দুই তারকা। সম্প্রতি বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন জয়া।

দেশের এক গণমাধ্যমে ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন জয়া। এ সময় তিনি জানান, কখনও যদি অভিনেত্রীর মনে হয়, জীবনে কাউকে প্রয়োজন তবেই নতুনভাবে বিয়ের চিন্তা-ভাবনা করবেন। তবে আপাতত বিয়ের কোনো প্ল্যান নেই জয়ার।

জয়া বলেন, আমার বর্তমান জীবন খুবই এনজয় করছি। পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারাও আছেন। আমার পোষ্যরাও আছে। তাদেরকে সবাইকে নিয়ে খুবই ভালো আছি।

তিনি আরও বলেন, আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, বর্তমানে আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি।

অভিনেত্রী ভাষ্য, তরুণ কীভাবে আছি জানি না, তবে সময়টাকে উপভোগ করাটাই মনে হয় সবচেয়ে বড় বিষয়।

পরবর্তী কাজ প্রসঙ্গে জয়া বলেন, বাংলাদেশে এখন পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজ। যেটা আমার প্রথম ওয়েব সিরিজ হবে। আর ভারতেও অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি কাজ শুরু করতে যাচ্ছি।

চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

ছবি: ঢাকাপ্রকাশ

তীব্র থেকে অতি তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গাসহ এ অঞ্চলের জনজীবন। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে সকাল সাড়ে ১০টায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইস্তিস্কার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুদ্দীন। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা বশির আহমেদ।

ছুটিতে বাড়ি গিয়ে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

জানা গেছে, গত শনিবার (২০ এপ্রিল) তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়৷ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানিয়েছেন ডাক্তার।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয় বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিয়ের কোনো প্ল্যান নেই, এনজয় করছি : জয়া আহসান
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
ছুটিতে বাড়ি গিয়ে হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে মঙ্গলবার
বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বোরকা পরে বালিকা মাদরাসায় ফাহিম, ধরা পড়ে খেলেন গণপিটুনি
তাইওয়ানে কয়েক ঘন্টায় ৮০ বার ভূমিকম্প অনুভূত
এবার ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা
ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ
ঢাকাসহ ৪ অঞ্চলে ধেয়ে আসছে ঝড়
যত বাড়ল ট্রেনের ভাড়া !
কাতারের আমিরের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
‘বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব’ গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী
নওগাঁয় গলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস পেলেন বনি আমিন ও সবুজ মাহমুদ সহ ১৫ সাংবাদিক
রাজধানীতে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু
আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী
সমাবেশ স্থগিত করেছে বিএনপি