
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৪ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ১২:০২ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৪৬৭ ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এসএন