বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

এনবিআর এখনই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হচ্ছে—এমন গুঞ্জনের মধ্যেই অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখনই এনবিআর বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নের আগে রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে বিশদ আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশটি বাস্তবায়নের জন্য দুটি নতুন বিভাগের সাংগঠনিক কাঠামো গঠন, পদ সৃষ্টি, সচিব কমিটির চূড়ান্ত অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয়সহ বেশ কিছু দীর্ঘমেয়াদি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়া নতুন বিভাগগুলোর জন্য ব্যবসায় বরাদ্দ নির্ধারণ (অ্যালোকেশন অব বিজনেস), আয়কর, কাস্টমস, মূসকসহ সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনার প্রয়োজন হবে। এসব প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় এখনই এনবিআর বিলুপ্তির কোনো বাস্তবতা নেই বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

Header Ad
Header Ad

ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল। এর আগে টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন আসার পর এবার ওয়ানডেতেও দায়িত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নাজমুল হোসেন শান্ত ওয়ানডে অধিনায়কত্বে আগ্রহ না দেখানোয় নতুন নেতৃত্বের প্রয়োজন পড়ে। মিরাজকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তার পারফরম্যান্স, নেতৃত্বদানের দক্ষতা ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখার ক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে মেয়াদ বাড়ানোর কথাও ভাবা হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখার পাশাপাশি ঠাণ্ডা মাথায় খেলার গুণে মিরাজ হয়েছেন নির্বাচকদের আস্থার প্রতীক।

এর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা অধিনায়ক থাকলেও ওয়ানডে দলে এই প্রথম মিরাজকে নেতৃত্বে দেখা যাবে। আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন সিরিজ দিয়েই তার অধিনায়কত্বে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

ভারতে বিমান দুর্ঘটনা: পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে।

প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এ মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

 

Header Ad
Header Ad

বিমানের ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ, নিহত অন্তত ১৩৩

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। উদ্ধার অভিযানে কাজ করছে অন্তত ৯০ জন কর্মীর তিনটি দল। ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ।

সবশেষ কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও অনেকের খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান (ফ্লাইট নম্বর AI-171) উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগালের নাগরিক বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা নিয়ন্ত্রণ কক্ষে 'মেডে কল' সংকেত পাঠিয়েছিলেন, যা সাধারণত চরম বিপদের সময় পাঠানো হয়। কিন্তু সংকেত পাঠানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি বলে জানায় ভারতের বিমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, "আহমেদাবাদের এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি। উদ্ধার কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।"

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ওয়ানডেতে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
ভারতে বিমান দুর্ঘটনা: পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টার
বিমানের ধ্বংসস্তূপে মিলছে একের পর এক লাশ, নিহত অন্তত ১৩৩
অচেতন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার
ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের
ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৪, মোটরসাইকেল আরোহীই ২৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত শতাধিক
ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে বিধ্বস্ত হলো বিমান (ভিডিও)
ঈদে দাওয়াতে না যাওয়ায় জামাইকে বেধড়ক মারধর, শ্বশুরবাড়ির হামলায় আহত মা ও ভগ্নিপতি
শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা
কানাডায় নয়, স্টারমার যুক্তরাজ্যেই আছেন: ভুল স্বীকার করলেন প্রেসসচিব
মৌলভীবাজার সীমান্তে এক মাসে ৩৩৭ জনকে পুশইন, রোহিঙ্গারাও রয়েছে তালিকায়
শিক্ষক নিবন্ধনে বাদ যাচ্ছে প্রিলি, থাকবে শুধু লিখিত-মৌখিক পরীক্ষা
টাঙ্গাইলে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা লীগ নেত্রী আটক
৩১৭ জনকে চাকরি দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
টাঙ্গাইলে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, ২০০ জনের মৃত্যুর আশঙ্কা
বুবলীর কর্মকাণ্ড একদমই মাথায় নিও না: অপুকে শাকিব!
লন্ডনে আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস