নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত 'বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৫'-এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ ও পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “অনেকে আমাদের সমালোচনা করেন, আমাদের ‘অথর্ব’ বলেন। সমালোচনা হতেই পারে, তবে এসব মন্তব্য দেশের বাইরের দৃষ্টিতে নেতিবাচক ইমপ্রেশন সৃষ্টি করে, ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।” তিনি আরও বলেন, “আগামী বাজেটে কর ছাড় নিয়ে বিভিন্ন প্রস্তাব এসেছে। বাজেট ঘোষণার পর এসব বিষয়ে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তবে এবার আইএমএফ যেটা চেয়েছিল, তা চাপিয়ে দিতে পারেনি। আমরা একটি সমাধানে পৌঁছেছি।”
অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, “অর্থনীতি একটি প্রায়োগিক বিজ্ঞান। তাই শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতিকে জনপ্রিয় করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এবার সারা দেশে ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছে, যা একে আরও অর্থবহ করে তুলেছে।”
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “প্রতি দশকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ করে বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি সবার জন্য সমান সুফল বয়ে আনেনি। বৈষম্য বেড়েছে, কর্মসংস্থান যথেষ্ট হয়নি এবং তরুণ বেকারত্বও বেড়েছে। গত আড়াই বছরে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ বিপর্যস্ত।”
সপ্তমবারের এই আয়োজন থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী পাঁচ প্রতিযোগীকে স্মার্টফোন ও ল্যাপটপ উপহার দেওয়া হয়। তারা আগামীতে আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইকোনমিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
