সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ শ্যাফার। ছবি: বিশ্বব্যাংক

এক সপ্তাহের সফরে বাংলাদেশ এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ শ্যাফার। সফরকালে তিনি কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধারের জন্য নিজেদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস শুক্রবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের অংশ হিসেবে হার্টইউগ শ্যাফার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং অর্থনীতির ধারাবাহিকতা লক্ষণীয়। কোভিড-১৯ মহামারি বাংলাদেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করলেও সরকারের সক্রিয় পদক্ষেপে কোভিড প্রতিহত করে বর্তমানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সহায়তা করতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্যাফার হার্টইউগ।

বিশ্বব্যাংক জানায়, বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জন্য তার নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের প্রস্তুতি নিচ্ছে। যেখানে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশকে সহায়তার নির্দেশনা দেওয়া হবে।

এপি/এএস

Header Ad
Header Ad

হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তার হওয়ায় তুরস্কে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মেয়রের পদ থেকেও বরখাস্ত করা হয়েছে। এর ফলস্বরূপ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি হয়েছে।

ইমামোগলু, যিনি রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা, কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার দলের প্রার্থী হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে 'অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুস গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড করা' এবং 'টেন্ডার জালিয়াতি'র মতো গুরুতর অপরাধের। তবে ইমামোগলু এ সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা।

তবে, তার গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে, যা এখনও চলমান। তুরস্কের বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়, এবং পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ইস্তাম্বুলের সিটি হলের কাছেও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা যায়, যাদের হাতে তুরস্কের পতাকা ছিল এবং তারা এরদোয়ান সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

রোববার রাতে তুরস্কে ভয়াবহ অস্থিরতার সৃষ্টি হয়, যা দেশটির ইতিহাসে এক দশক পর সবচেয়ে বড় বিক্ষোভে পরিণত হয়। সমালোচকরা মনে করছেন, এরদোয়ানের শাসনকাল দীর্ঘায়িত করার জন্য এই গ্রেপ্তার ও দমন-পীড়ন কার্যক্রম চালানো হচ্ছে, বিশেষ করে গত বছর স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় পরাজয়ের পর।

এই পরিস্থিতির মধ্যে এরদোয়ান সরকারের ওপর চাপ বাড়ছে, এবং তার বিরোধীরা এটিকে তার ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন।

Header Ad
Header Ad

বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ মার্চ বুধবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে বিএনপি নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ওইদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামীকাল ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভাসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল। ছবি: সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস কর্মকর্তারা। মঙ্গলবার যুদ্ধবিরতির পতনের পর এটি ছিল সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে একটি।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। শুধুমাত্র রবিবার খান ইউনিস ও রাফাহতে অন্তত ৩০ জন নিহত হয়েছে।

৬৬ বছর বয়সী সালাহ আল-বারদাউইল হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন। ইয়াহিয়া সিনওয়ার ও রাওহি মুশতাহার নিহত হওয়ার পর তিনি হামাসের সর্বোচ্চ পদস্থ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হতেন। আট সন্তানের জনক বারদাউইল ২০২১ সালে হামাসের রাজনৈতিক ব্যুরোতে পুনরায় নির্বাচিত হন।

ইসরায়েল দাবি করেছে, হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, হামাস বলেছে যে ইসরায়েল কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত মূল চুক্তি থেকে সরে এসেছে, যেখানে সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত ছিল।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাফাহতে ইসরায়েলি হামলার পর আহতদের উদ্ধারে গেলে তাদের অ্যাম্বুলেন্সগুলোকে ঘিরে ফেলা হয় এবং কিছু প্যারামেডিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাফাহতে গুলি বৃষ্টির মতো ঝরছে। আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না এবং উদ্ধারকারীরা নিজেদেরই অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন এবং ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়।

যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা বন্ধ হয়ে আছে এবং গাজায় মানবিক সংকট ক্রমেই গভীরতর হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান
বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রেমিকের যোগসাজশে স্বামীকে হত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা
ট্রেনে ঈদযাত্রা শুরু, জেনে নিন বিভিন্ন রুটের বিস্তারিত সময়সূচি
শাকিব খানকে নকল করলেন সালমান খান! ‘সিকান্দার’ নিয়ে তুমুল বিতর্ক
তামিমের হার্টে রিং পরিয়েছেন ডাক্তাররা, রাখা হয়েছে সিসিইউতে
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি: হাসনাত
মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
কানাডার নির্বাচন ২৮ এপ্রিল, ক্ষমতা যাবে কার হাতে?
নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার  
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান  
ফের ৪ দিনের রিমান্ডে পলক
দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে যে সিদ্ধান্ত  
রামপুরায় সিএনজি ও অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড  
আজ ঢাকার তাপমাত্রা বাড়বে  
ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুরুল হক  
ইসরায়েলী প্রধান বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা