‘চুম্বনের রাজা’ ইমরান হাশমির কাছে ‘চুমু’ চাইলেন পুনম পাণ্ডে

পুনম পাণ্ডে এবং ইমরান হাশমি। ছবি: সংগৃহীত
বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে প্রায়শই আলোচনায় থাকা মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে এবার আলোচনায় এলেন বলিউড অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে। এক সাক্ষাৎকারে ইমরান হাশমির উদ্দেশে প্রকাশ্যে চুমুর অনুরোধ জানিয়ে নতুন করে চমকে দিলেন এই আলোচিত তারকা।
বলিউডে এক সময় ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ছিলেন ইমরান হাশমি। সিনেমায় পরপর চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যই এ খেতাব পেয়েছিলেন তিনি। দীর্ঘ সময় এ পরিচয় বহন করলেও বর্তমানে তিনি নানা ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, বদলে ফেলেছেন নিজেকে।
তবে পুনম পাণ্ডে ঠিক সেই পুরনো ইমরান হাশমির দিকেই তাকিয়ে। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমি ওকে বলতে চাই—তুমি কি আমায় চুমু খেতে পারবে?”

পুনমের এই মন্তব্যের পরপরই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও এ বিষয়ে ইমরান হাশমির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নেটিজেনরা বেশ রসিকতা করে নিচ্ছেন ঘটনাটি।
পুনম পাণ্ডে এর আগেও নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। কয়েক মাস আগে নিজের ‘মৃত্যু’ সংবাদ ছড়িয়ে জনমনে চাঞ্চল্য তৈরি করেছিলেন। পরে জানান, জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির জন্যই এমন করেছেন।
অন্যদিকে, ইমরান হাশমিকে সম্প্রতি দেখা গেছে ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন একজন সেনা কর্মকর্তার চরিত্রে। ‘সিরিয়াল কিসার’ ইমেজ পেছনে ফেলে এখন তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন গম্ভীর চরিত্রের অভিনেতা হিসেবে।
