শিল্পীদের অনেকেই সুযোগ নিত, ফলে বিপদে পড়েছে: বাপ্পারাজ

চিত্রনায়ক বাপ্পারাজ। ছবি: সংগৃহীত
বর্তমানে রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ততা নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে জড়াচ্ছেন, আবার অনেকেই এর পরিণতিতে পড়েছেন জটিল পরিস্থিতিতে। এই প্রেক্ষাপটেই মুখ খুললেন বরেণ্য চিত্রনায়ক বাপ্পারাজ।
এক সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, “আমি কখনো রাজনীতি করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। আমি শুধুই পেশাদার অভিনেতা।”
তিনি জানান, তিনি বিভিন্ন দলে আমন্ত্রিত হয়ে গেলেও তা কখনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সামাজিক সৌজন্যবোধ থেকেই অংশ নিয়েছেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি—সব জায়গায় গিয়েছি, ছবি তুলেছি, কিন্তু পুলিশ আমার পেছনে পড়েনি, কারণ আমি সুযোগ নেওয়ার চেষ্টা করিনি।”

বাপ্পারাজ মনে করেন, বর্তমান সময়ে কিছু শিল্পী রাজনৈতিক আশ্রয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলেই তারা আজ বিপদে পড়েছেন।
তিনি বলেন, “আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই সুযোগ নিত। সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে।”
তার মতে, রাজনীতি করতে চাইলে শিল্পীদের উচিত অভিনয় জীবন থেকে অবসর নিয়ে তবেই রাজনীতিতে প্রবেশ করা। নইলে দুটো জায়গাতেই দ্বিধা তৈরি হয় এবং এতে ব্যক্তি ও পেশা—দুটিই প্রশ্নবিদ্ধ হয়।
বাপ্পারাজের মন্তব্য শিল্পী ও রাজনীতি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন—একজন শিল্পীর মূল পরিচয় হলো তার পেশাগত নিষ্ঠা। সেই সীমানা অতিক্রম করে অন্য সুবিধা নেওয়ার চেষ্টা করলে বিপদের আশঙ্কা থেকেই যায়।
