বিনোদন

জাল টাকায় কোরবানির গরু বিক্রি করা সেই বৃদ্ধকে ওমরাহ করাতে চান অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক
প্রকাশ :১১ জুন ২০২৫, ১১:৪৭ এএম

জাল টাকায় কোরবানির গরু বিক্রি করা সেই বৃদ্ধকে ওমরাহ করাতে চান অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওতে দেখা যায়, একজন বৃদ্ধ পশুর হাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। হাতে ধরা টাকা তখনো উড়ে বেড়াচ্ছে বাতাসে—তবে সেগুলো আসল নয়, জাল।

নাটোরের সিংড়া উপজেলার রইস উদ্দিন নামের ওই বৃদ্ধ গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর দিয়াবাড়ি কোরবানির হাটে। অনেক যত্নে লালন-পালন করা গরুটি বিক্রি হয় ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু গরু হস্তান্তরের পর তিনি বুঝতে পারেন, যে টাকাগুলো পেয়েছেন, তা সব জাল। প্রতারণার শিকার হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন হাটের মাঝেই।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নাড়া দেয় হাজারো মানুষের হৃদয়কে। কেউ পাশে দাঁড়াতে চেয়েছেন অর্থ দিয়ে, কেউ সহমর্মিতা প্রকাশ করেছেন মন থেকে। সহানুভূতির এই স্রোতে এগিয়ে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রইস উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন অপু। ফাউন্ডেশনটির মাধ্যমে ইতোমধ্যে তার ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দান-সহযোগিতায় গরুর মূল্যের টাকাও ফিরে পেয়েছেন তিনি।

তবে এখানেই শেষ নয়। অপু বিশ্বাস আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন। ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, রইস উদ্দিনের ইচ্ছা ওমরাহ হজ পালন করার। বিষয়টি জানার পর অপু সিদ্ধান্ত নেন, রইস উদ্দিনের ওমরাহর সমস্ত খরচ তিনি নিজেই বহন করবেন।

অপু বিশ্বাস বলেন, "ফেসবুকে ভিডিওটি দেখে খুব কষ্ট পেয়েছি। চাচা তো আমার বাবার বয়সী। আমি যদি সত্যিই তার মেয়ে হতাম, তাহলে নিশ্চয়ই এমন কিছুই করতাম। তাঁর এই ইচ্ছা পূরণ করতে পারা আমার জন্য এক ধরনের সৌভাগ্য। আমি চাই তিনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুন, সেটাই বড় প্রাপ্তি।"

অপু আরও জানান, যদি রইস উদ্দিন এখনই ওমরাহে যেতে না চান, তাহলে তিনি তার হাতে ৫০ হাজার টাকা তুলে দেবেন—যা দিয়ে তিনি আবার গরু কিনতে পারবেন বা নিজের প্রয়োজন মেটাতে পারবেন।