
বিনোদন
আমাকে কালো জাদু করা হয়েছিল, ২২ দিন আইসিউতে ছিলাম: মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রে একের পর এক অস্বাভাবিক ঘটনা যেন থামছেই না। অভিনেত্রী তানিন সুবহার অকালমৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার কালো জাদু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাত।
তানিন সুবহার মৃত্যুর আগে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা তৈরি হয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটেই এবার নিজের অভিজ্ঞতা জানিয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত।

বুধবার (১১ জুন) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমাকে ২০১৭ সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এর ভয়াবহতা কতটা। তখন আমি কলকাতার একটি হাসপাতালে ২২ দিন আইসিইউতে ছিলাম। পুরো শরীরে পানি জমে গিয়েছিল। তখন মিডিয়াতে আমার তুঙ্গে জনপ্রিয়তা ছিল। একের পর এক সিনেমায় কাজ করছিলাম। সেখান থেকেই আমার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র।”
তিনি আরও দাবি করেন, “এরপর থেকে আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি। আমাকে বহুবার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যখনই ভালো কিছু করতে যাই, একটা বিশেষ গ্রুপ আমার পেছনে পড়ে যায়। তারা চায় আমি যেন মরে যাই। এখন আবারও সক্রিয় হয়ে উঠেছে—বিভিন্ন মানুষের মাধ্যমে বাজে মন্তব্য করানো, মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে আমাকে মানসিকভাবে দুর্বল করতে।”

মিষ্টি জান্নাত বলেন, এসব আক্রমণ তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেললেও তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন না। বরং তিনি লড়াই চালিয়ে যাবেন। তার কথায়, “আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয়, তাহলে ওরা দায়ী থাকবে।”
সবশেষে তিনি জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নাম তিনি নিজের ডায়েরিতে লিখে রেখেছেন। প্রয়োজনে তা প্রকাশ করবেন বলেও ইঙ্গিত দেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৯ মে মারা যাওয়ার কিছুদিন আগে অভিনেত্রী তানিন সুবাহ নিজের ফেসবুক পোস্টে লেখেন, “সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে-কানাচে কত কিছু যে পেলাম। আমি তো কারও ক্ষতি করিনি। ৪ মাস ধরে শুধু অসুস্থ আমি।”
তার এই পোস্টের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই তার মৃত্যু হয়। ফলে বিষয়টি নিয়ে সাধারণ দর্শক ও সহশিল্পীদের মধ্যে দুঃখের পাশাপাশি উদ্বেগও ছড়িয়েছে।