বিনোদন

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তানিন সুবহা


বিনোদন ডেস্ক
প্রকাশ :১১ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তানিন সুবহা
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন ছোটপর্দার পরিচিত মুখ তানিন সুবহা। গতকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার শেষ ইচ্ছা অনুযায়ী আজ (১১ জুন) বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে।

তানিনের মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশের পাশাপাশি স্মৃতিচারণ করছেন প্রয়াত এই অভিনেত্রীকে নিয়ে।

বুধবার মাদারীপুর জেলার কয়ারিয়া ঈদগাহ মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় তানিন সুবহার প্রথম জানাজা। এরপর দ্বিতীয় জানাজা হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। পরে তাকে ওই মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে বাবা প্রয়াত মো. ইদ্রিস হাওলাদারের কবরের পাশেই সমাহিত করা হয়।

গত ২ জুন ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হন তানিন সুবহা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তানিনের ব্রেইন কার্যক্ষমতা হারিয়েছে, তবে আইনগত কারণে তার লাইফ সাপোর্ট তৎক্ষণাৎ খুলে দেওয়া হয়নি।

শেষ পর্যন্ত মঙ্গলবার, স্বামীর সম্মতিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়, এবং সন্ধ্যার পর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায়, মোশাররফ করিমের বিপরীতে অভিনীত নাটক ‘যমজ’-এর মাধ্যমে। এরপর তিনি নিয়মিত অভিনয় করতে থাকেন ছোটপর্দার নানা নাটক ও ধারাবাহিকে। ‘আলাল দুলাল’, ‘শেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, ‘আরতির পতাকা’সহ আরও বহু নাটকে দেখা গেছে তাকে।

শুধু নাটক নয়, তানিন সিনেমাতেও অভিনয় করেন। ‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিজের একটি পার্লারও পরিচালনা করতেন তিনি।