
১২ দিনেই প্রাক্তন স্বামীর কাছে ১০০ কোটির বেশি টাকা পাচ্ছেন পামেলা
২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০২:০২ এএম

জনপ্রিয় মডেল অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন ও প্রযোজক জন পিটার্স ২০২০ সালে বিয়ে করেন। বিয়ের একমাস পার না হতেই হয়ে যায় বিচ্ছেদ। মাত্র ১২দিন টিকেছে তাদের সংসার।
এই ১২ দিন সংসার করেই প্রাক্তন স্বামী জন পিটার্সের কাছে ১০ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছেন পামেলা। বাংলা টাকায় যা ১০০ কোটি টাকারও বেশি।
নিজের উইলে পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন জন পিটার্স।
সেই সময়ে পামেলা অ্যান্ডারসনের দেড় কোটি টাকার চেয়েও বেশি অঙ্কের দেনা শোধ করে দিয়েছিলেন তার স্বামী। পামেলা অবশ্য জনসমক্ষে জনকে আইনি ভাবে বিয়ে করার কথা স্বীকারও করেননি।
পরে তিনি বলেছিলেন, ‘জন আর আমার বন্ধুত্ব সারা জীবনের।’ সেই বন্ধু পামেলার জন্য নিজের উইলে ১০০ কোটি টাকাও বেশি রেখে যাচ্ছেন জন।
পামেলার টাকার দরকার থাকুক বা না থাকুক, এই টাকার অধিকার একমাত্র পামেলারই, জানিয়েছেন জন।
এএম/এমএমএ/