
পরীমণিকে সময় দিলেন আদালত
২৪ মে ২০২৩, ০৬:১৩ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:১৮ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। চার জনের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা করার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন তিনি ২০২১ সালের ১৪ জুন। মামলাটি এখনও চলছে।
এ মামলায় অভিযুক্ত ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির ইউ মাহমুদ এবং তার দুই সহযোগী তুহিন সিদ্দিকী অমি, শহিদুল আলমের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল মঙ্গলবার (২৩ মে)। কিন্তু আদালতে হাজিরা দিলেন না পরীমণি। সেই তারিখ আবারও পিছিয়ে গেল। সাক্ষী দেওয়ার জন্য পরীমণিকে সময় দিয়েছে ট্রাইবুনাল।
আগামী ২৪ জুলাই পরবর্তী তারিখ ধার্য্য করেছেন বিচারক শাহিনা হক সিদ্দিকা। ২০২২ সালের ২৯ নভেম্বর মাসে তিনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯-এ হাজির হয়ে তিন জনের বিরুদ্ধে সাক্ষী দেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী বলেন, ‘পরীমণি শারীরিক অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। এই কারণে ট্রাইবুনাল সময় দিয়েছেন।’
২০২২ সালের ১৮ মে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে একই ট্রাইবুনাল অভিযোগ গঠিত হয়েছিল।
এদিকে, কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিলেন পরীমণি। ১০৩ডিগ্রী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। ফেসবুকে পোস্ট করে সে খবর সবাইকে জানিয়েছিলেন এ অভিনেত্রী।
এএম/এমএমএ/