বিনোদন

শিগগিরই মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম চলচ্চিত্র


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০১:২৬ এএম

শিগগিরই মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম চলচ্চিত্র
ছবি: সংগ্রহ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে কাজ করছেন বড়পর্দায়। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি টালিগঞ্জের চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। এর মধ্যে শিগগিরই তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে বড়পর্দায়। পাশাপাশি মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মেও। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘অমানুষ’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন।

এ সিনেমায় নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। নুদরাত দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকে। নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।’

‘অমানুষ’চলচ্চিত্রে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সিনেমাটিতে নিরব-মিথিলা ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। এ ছাড়াও রয়েছেন কাজী নওশাবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।