শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশি নায়িকা-তারকাদের সাজান যে সেলিব্রিটি স্টাইলিস্ট

তারকাদের সঙ্গে মাহফুজ কাদরী। ছবি: সংগৃহীত

বড় কোনো অনুষ্ঠানে অংশ নেবেন নায়িকা কিংবা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। কী পরবেন সেই আয়োজনে, চোখটাই বা আঁকবেন কেমন, হাসিটাই বা হবে কেমন, চুলগুলো বাঁধা থাকবে নাকি উড়িয়ে দেবেন বাতাসে? এমন নানা দ্বিধা-দ্বন্দ্বে তারকারা শরণাপন্ন হন একজন স্টাইলিস্টের।

মূলত স্টাইলিস্টরাও বিনোদন জগতেরই মানুষ। উঠে আসেন তারা বিভিন্ন ফ্যাশন, নৃত্য-জগত কিংবা এই সম্পর্কিত কোনো সেক্টর থেকে। কোন আয়োজনে একজন তারকা কেমন সাজপোশাকে অংশ নেবেন, পোশাকের সঙ্গে কোন জুতা থাকবে, সহ-শিল্পীর সঙ্গে লুকটা কেমন হবে―এসব ঠিক করে দেয়াই তাদের কাজ।

তারকাদের সঙ্গে মাহফুজ কাদরী। ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনে স্টাইলিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমনই একজন শিল্পী হচ্ছেন মাহফুজ কাদরী। কখনো চিত্রনায়িকা বুবলী, কখনো অপু বিশ্বাস, আবার কখনো পূজা চেরি কিংবা চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিয়মিত তাদের স্টাইলিং করে চমকে দিচ্ছেন নেটিজেনদের।

মাহফুজ কাদরীর ক্যারিয়ারের শুরুটা ছিল একজন নৃত্যশিল্পী ও নৃত্য-পরিচালক হিসেবে। ছোটবেলা থেকেই তিনি নৃত্য-চর্চায় অনেক বেশি আগ্রহী ছিলেন। পাশাপাশি সাজসজ্জা এবং পোশাকের স্টাইলের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল তার। যার সঙ্গেই দেখা হতো তাকেই একটু জোর করে সাজিয়ে দিতেন বা তার চুলের স্টাইলটা পরিবর্তন করে দিতেন। যদিও সেটার মানে কী বা কী হতে যাচ্ছে, তা কখনো ধারণায় ছিল না তার। কিন্তু সেই পছন্দের কাজটি আজকে অনন্য করে তুলেছেন তাকে।

এ পেশায় আসার ক্ষেত্রে মাহফুজের আগ্রহের বিস্তার হয় রাজধানী ঢাকায় এসে। এ ব্যাপারে তিনি বলেন, ২০১৫ সালে জনপ্রিয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদ’র কাছে কত্থক নাচের তালিম নেয়া শুরু করি। তার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইটি বিষয়ে বিএসসিতে পড়ালেখা করি। ২০১৬ সালে এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবীর কাছে সৃজনশীল ও লোকনৃত্যের তালিম নেই। এদিকে পোশাকের ওপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে সেটা নাচের কোরিওগ্রাফিতে সংযুক্ত করতে ভালো লাগতো। বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। ২০১৮ সালে কাদরী ডান্স গ্রুপ নামে একটা নাচের দল গঠন করি এবং তাদের নিয়ে নিয়মিত সরকারি-বেসরকারি অনুষ্ঠানগুলোতে অংশ নেই। ২০২০ সালে ভয়াবহ করোনাভাইরাস এসে যেমন কঠিন হয়ে গিয়েছিল জীবন, ঠিক তেমনি নতুন এক আমির দেখা পাই।

ক্যারিয়ারের প্রথম দিকে যাদের সঙ্গে কাজ করেছেন তা উল্লেখ করে বলেন, স্টাইলিংয়ের জন্য একের পর এক জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে ডাক আসতে থাকে। পূজা চেরির একটা ব্রাইডাল সুটে দুটি লুক ডিজাইন করি, শবনম বুবলীর জন্য একটি ম্যাগাজিনের ৩টি লুকের স্টাইলিং করি এবং মাহিয়া মাহির বিয়ের লুকের পুরো স্টাইলিংয়ের দায়িত্ব পেয়ে যাই। এরপর একের পর এক কাজের তালিকা বাড়তে থাকে। দিনের পর দিন সদিচ্ছা আর প্রচণ্ড পরিশ্রম দিয়ে বেশিরভাগ সেলেব্রিটিদের মনে জায়গা করে নিয়েছি।

তাছাড়া, পূজা চেরি, মাহি, অপু বিশ্বাস, আঁচল, বুবলী, রুনা খান, অহনা রহমান, শখ, দিনাত জাহান মুন্নি, লুইপা, বাধন সরকার, পূজাসহ দেশের অনেক তারকা ও মডেলদের ফটোশুটের স্টাইলিং ও ফ্যাশন ডিরেকশন দিয়েছেন তিনি। দেশীয় পোশাকের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিকভাবেও বহির্বিশ্বে স্টাইলিং নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

উল্লেখ্য, জনপ্রিয় তারকা শিল্পীদের অনেকে তাদের নিয়মিত যেকোনো ইভেন্ট কিংবা ফটোশুটের প্রথম পছন্দ স্টাইলিং বাই কাদরীকে রাখেন। নায়িকা পূজা চেরি, বুবলী, মাহি, সুপার মডেল ইমি, রুমা, বুলবুল টুম্পা ও অন্যান্য তারকাদের নতুন নতুন লুক ডিজাইন ও স্টাইলিং করে অন্তর্জালে আলোচনায় চলে আসেন বলে জানান তিনি।

Header Ad
Header Ad

বিরামপুরে হানাদার মুক্ত দিবস পালিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন এর সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ, বিরামুপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হক মানিক,
বৈষম্য ছাত্র আনন্দোনের সমন্বয় তন্ময়, বীর মুক্তিযোদ্ধার সন্তান জোনায়েদ হোসেন প্রমুখ।

এসময় বিরামপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও সুধী মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Header Ad
Header Ad

পাঞ্জাবে কৃষকদের আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

ভারতে ফসলের ন্যায্য দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।

এ অবস্থায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেটসহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার (৬ ডিসেম্বর) 'দিল্লি চলো' পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করছিলেন কৃষকরা। পরে রাজধানী থেকে মাত্র ২০০ কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কৃষকরা পুলিশের লোহার ব্যারিকেডের একটি স্তর ভেঙে ফেলেন। ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পরে সুরক্ষা বাহিনী পিছুও হটে। তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ভারতে দীর্ঘদিন ধরেই কৃষকরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তার আইনি গ্যারান্টি এবং ঋণ মওকুফের দাবি করছে।

গত ফেব্রুয়ারিতে পুলিশ 'দিল্লি চলো' পদযাত্রা বন্ধ করে দেয়। প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের এই আন্দোলনে যুক্ত হয়েছে।

এদিকে, নতুন করে পদযাত্রার সময় হরিয়ানা সরকার আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেটসহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

নরেন্দ্র মোদীর সরকার শুক্রবারের বিক্ষোভ নিয়ে যদিও এখনো কোনো মন্তব্য করেনি, তবে হরিয়ানার বিজেপি দলীয় মন্ত্রী অনিল ভিজ বলেছেন, কৃষকরা যদি দিল্লি যেতে চান তবে অনুমতি নিতে হবে।

এর আগে ২০২১ সালে কৃষকরা কয়েক মাস ধরে দিল্লির বাইরে শিবির স্থাপন করে অবস্থান করার মোদি সরকার কিছু কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক মুখপাত্র বলেছেন, তারা কৃষকদের দাবিকে পূর্ণ সমর্থন করেন।

Header Ad
Header Ad

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: চন্দন ও রিপনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর আলো ফেলেছে। প্রধান আসামি চন্দন দাস এবং সহযোগী রিপন দাসের রিমান্ড মঞ্জুর হওয়া প্রক্রিয়াটি এই মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশে যথাক্রমে ৭ দিন এবং ৫ দিনের রিমান্ডে থাকাকালে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যাবে বলে আশা করা হচ্ছে।

ভিডিও ফুটেজ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের সনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে, যা পুলিশের দক্ষতার একটি উদাহরণ। তবে এই ঘটনায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে উঠা অভিযোগ এবং তা নিষিদ্ধ করার দাবির বিষয়টি বেশ বিতর্কিত। এটি একটি সাম্প্রদায়িক আঙ্গিকে রূপ নেওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে, যা প্রশাসনের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

এ ঘটনাটি শুধু হত্যার বিচারের জন্য নয়, বরং সমাজে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উচিত ঘটনার প্রতিটি দিক সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক উত্তেজনা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকা।

আপনার যদি আরও তথ্য প্রয়োজন হয় বা কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চান, তবে জানাবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে হানাদার মুক্ত দিবস পালিত
পাঞ্জাবে কৃষকদের আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: চন্দন ও রিপনের রিমান্ড মঞ্জুর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস নেই; ডেঙ্গু জ্বরে আক্রান্ত গৃহবধূর মৃত্যু
ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই : রিজভী
অ-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ট্রান্সকম শেয়ার জালিয়াতি: সিমিন রহমানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন
শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট
রাজবাড়ী‌তে পুলিশকে গুলি করে পালালো আসামি
সংস্কারে গতি বাড়ান, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিন: ডা. শফিকুর রহমান
‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর মারা গেছেন
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত
লাহোরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর
বাংলাদেশের সঙ্গে ভারত নতুন সম্পর্কের সেতু গড়তে পারত: উপদেষ্টা ফারুকী
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আইনজীবী সাইফুল হত্যা মামলার আরেক আসামি রিপন দাস গ্রেপ্তার
কুবিতে আজ 'ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ'
মেঘনায় নৌকাডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, মামলার জালে ফাঁসলেন আল্লু অর্জুন