
আসছে অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’
০৬ মার্চ ২০২৩, ০৪:২৫ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ০১:১১ এএম

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ডদলগুলোর মধ্যে ‘অ্যাশেজ’ অন্যতম। তাদের গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। এই ব্যান্ডের নতুন গান শোনার জন্য মুখিয়ে থাকেন শ্রোতারা।
এবার আসছে ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম। এর নাম ‘অন্তঃসারশূন্য’। আগামী ১০ মার্চ অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই ব্যান্ডের ভোকালিস্ট জনপ্রিয় গায়ক জুনায়েদ ইভান।
তিনি জানিয়েছেন, ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টটিউটের কনভেনশন হলে। এ সম্পর্কে তিনি বলেন, ‘শ্রোতাদের কথা চিন্তা করেই অ্যালবামের গানগুলো সাজানো হয়েছে। আমার বিশ্বাস গানগুলো শুনে শ্রোতারা নিরাস হবে না।’
অ্যাশেজ ব্যান্ডের লাইনআপ: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
ওএফএস/