ঐশীর ‘দুই কূলে সুলতান’

২১ মার্চ ২০২৩, ০৬:১৫ পিএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ১১:২৩ পিএম


ঐশীর ‘দুই কূলে সুলতান’

এ সময়ের জনপ্রিয় গায়িকা ঐশী। এবার তার কণ্ঠে প্রকাশিত হলো নতুন গান। গানের শিরোনাম ‘দুই কূলে সুলতান’। ২১ মার্চ গানবাংলার সংগীত বিষয়ক আয়োজন উইন্ড অব চেঞ্জ-এর মাধ্যমে অন্তর্জালে প্রকাশিত হয়েছে গানটি।

তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এই গানটির গীতিকার ও সুরকার কিংবদন্তি লোকশিল্পী গফুর হালিকে। দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জ এ নিজের নতুন গান প্রকাশে উচ্ছ্বসিত ঐশী।

উইন্ড অব চেঞ্জে এর আগে ঐশীর কণ্ঠে প্রকাশিত হয় ‘দিল কি দয়া হয় না’ ও ‘নিজাম উদ্দিন আউলিয়া’ গান দু’টি।

ঐশী বলেন, ‘উইন্ড অব চেঞ্জ’-এ গান প্রকাশ মানেই আমার জীবনেও একটা নতুন মোড়। রেকর্ডিং এর অনেকদিন পর প্রকাশিত হলো ‘দুই কূলে সুলতান’। গানটার সংগীতায়োজন এত স্ট্রং আর এত এত শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের সামনে বাংলা গান গাইতে পারাও দারুণ একটা গর্বের ব্যাপার। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

এএম/এসজি