রানারের ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারে
২৭ আগস্ট ২০২০, ০২:১৬ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১, ১১:১০ এএম

সবচেয়ে বেশি সিসির মোটরসাইকেল বাজারে এসেছে রানার অটোমোবাইলস লিমিটেড। ভালুকায় রানারের নিজস্ব প্লান্টে উৎপাদিত ‘বোল্ট ১৬৫ আর’ ১৬৫ সিসির মোটরসাইকেল মঙ্গলবার বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১৬৫ সিসি রেসিং ইঞ্জিন ক্ষমতার এই মোটরসাইকেলে আছে ডুয়াল ডিস্ক ব্রেক, ডিআরএলযুক্ত সম্পূর্ণ এলইডি হেডলাইট ও টেইল লাইট, ইউএসডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশনের রেয়ার টায়ারসহ অত্যাধুনিক সব ফিচার।
বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ডে কিনলে ক্রয়ে মিলবে ১৪ হাজার টাকার ছাড়।
এ ছাড়া থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১ শতাংশ হারে সহজলভ্য কিস্তির সুবিধা।
বিভাগ : ফিচার