বেডশিট বিক্রি করে লাখপতি রংপুরের মাসুদা

১৫ মার্চ ২০২৩, ০৫:৪৭ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম


বেডশিট বিক্রি করে লাখপতি রংপুরের মাসুদা

রংপুরে মিঠাপুকুর উপজেলার জায়গীর এলাকার গৃহবধু মাসুদা। তার স্বমী এজন এনজিও কর্মি। তিনি শখের বসে সেলাই শিখে ২০০ টাকার বেডশিট বিক্রি করে এখন লাখপতি। পাবলিক লাইব্রেরী মাঠে ১৩ দিনব্যাপী শুরু হওয়া বিসিক উদ্যোক্তা মেলায় স্টল নিয়ে ব্যবসা করছেন মাসুদা বেগম নামের এই নারী উদ্যোক্তা। বর্তমানে মাসুদা বেগমের প্রতিষ্ঠানে টেইলারিং ১০ জনসহ মোট ১০০ জন নারী কর্মীকে নিয়ে চলছে তার মাত্র ২০০ টাকার বেডসিট তৈরীর ব্যবসা।

গৃহবধু মাসুদা বলেন, শখের বসে মাত্র ২০০ টাকায় কেজিতে বিক্রি হওয়া বেডশিট নিয়ে খালাতো বোনের কাছে হাতের সেলাই শিখেন। এর পরে বিসিক থেকে ৫ দিনের প্রশিক্ষন ও ৪ লক্ষ টাকা লোন নিয়ে এখন তার ব্যবসার পরিধি প্রায় ১৫ লাখ ছাড়িয়েছে। যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ১০০ জন নারীর। দৈনিক বেচা-বিক্রি প্রায় ৪০ হাজার টাকা। বর্তমানের ব্যবসায়ী হয়ে ওঠা মোটেও সহজ ছিল না তখন।

২০০৪ সালে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন মাসুদা বেগম। রংপুর নগরীতে খালাতো বোনের বাসায় হতো হ্যান্ডিক্রাফটের কাজ তা দেখে শখ করে কাজ শিখতে চাওয়া বোনের কাছে। পরে তিনি নগরী রেলষ্টেশন এলাকা থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেডশিট কিনে কাজ শেখেন। সেই থেকে শুরু তার ব্যবসায়ী কার্যক্রম। তিনি এরপর ভালোবাসার বিয়ে ২০০৯ সালে চাচাতো ভাইয়ের সাথে সবসময় পেয়েছে সমর্থন ফলে বাড়তে থাকে ব্যবসা।করোনার সময় কিছুটা ঘাটতি হলেও এখন আবার ঘুরে দাড়িয়েছেন ব্যবসায়ী সফলতা নিয়ে।

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে উদ্যোক্তা মেলায় তার ব্যবসা প্রতিষ্ঠান রংমেলায় কথা হয় প্রতিবেদকের সাথে।মাসুদা বেগম বলেন, আন্তর্জাতিক নারী দিবসে বলতে চাই প্রত্যেক নারী সফল, নারী মানেই সফল। একজন নারীর কোন না কোন ক্ষেত্রে সফলতা আছেই। হয়তো কিছু সাময়িক বিফলতা কিংবা পিছনে ফিরে যাওয়া প্রত্যেক মানুষের জীবনেই আসে হোক সে নারী বা পুরুষ। এসব ছাপিয়ে তার সফলতাটাই সবচেয়ে বেশি। আমার ক্ষেত্রে যদি বলি এখন পর্যন্ত সফল। আমি কখনো নিজেকে বিফল নারী হিসেবে দেখিনা। মানুষের জীবনে চড়াই উতরাই থাকে তা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, আমি যখন শখের বসে সেলাইয়ের কাজ শিখি তখন নানান কথা বলেছিল। কিন্তু এসব ছাপিয়ে আজ যখন আমি সফল হয়েছি এখন অনেকেই বাহবা দেন। ব্যবসা শুরুর সময় থেকেই আমার পরিবারের সাপোর্ট পেয়েছি এরপরে বিয়ে হওয়ার পর আমার স্বামী ব্যবসা বড় করার সাহস দিয়েছেন। সবদিক থেকে সমর্থন পাওয়ার ফলে আজ আমি প্রায় একশ নারীর রোজগারের ব্যবস্থা করতে পেরেছি।

আমি বলি নারী মানেই সফল, নারীরা কখনো বিফল হয় না। হয় সাংসারিক জীবনে সফল কিংবা সন্তান লালন পালনের সফল কিংবা ব্যবসায়িক হিসেবে সফল হয়েছেন। এক কথায় নারীরা কোন না কোন ক্ষেত্রে সফল। তবে সমাজের কিছু কিছু মানুষ আছে যারা নারীদের ভালো কিছু দেখলে সহ্য করতে পারে না এটা থাকবেই সমাজের শুরু থেকেই ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

নারীদের উদ্দেশ্যে মাসুদা বেগম বলেন, যারা ব্যবসা করতে বা উদ্যোক্তা হতে আগ্রহী তারা নির্দ্বিধায় করতে পারেন মানুষের কথায় কান না দিয়ে নিজের চিন্তা এবং মননের প্রতিফলন ঘটালেই সফল হওয়া সম্ভব বলেও জানান এই উদ্যোক্তা। নিজের ইচ্ছে শক্তিকে সঠিক ভাবে কাজে লাগিয়ে হয়ে ওঠা এক সফল নারী উদ্যোক্তা তিনি। বর্তমানে মাসুদা বেগমের প্রতিষ্ঠানে টেইলারিং ১০ জন সহ মোট ১০০ জন নারী শ্রমিককে নিয়ে চলছে তার সফল ব্যবসা।

রংপুরের বিসিকের ডিজিএম মোঃ শামিম হোসেন বলেছেন, বর্তমানের লাখপতি মাসুদা বিসিকে পাচ দিনের প্রশিক্ষন নিয়েছেন। তাকে ৪ লক্ষ টাকা ক্ষুদ্র লোন দেয়া হয়েছে ব্যবসা পরিচালনার জন্য। লাখপতি মাসুদা মতো আরও ৪৫ জন উদ্বোক্তা এ মেলায় বিসিকের আর্থিক সহায়তায় ক্ষুদ্র লোন নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছেন। সামান্য সহযোগীতায় তারা এতদুর এগিয়ে যেতে পারায় আমরা খুবই আন্দোলিত।
এএজেড


বিভাগ : ফিচার

বিষয় : সারাদেশ



ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পিএম


ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ফার্মগেট এলাকায় সবসময় জনসমাগম বেশি থাকে।

এই সুযোগে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেছেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।


বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ পিএম


বিয়ের আসর থেকে বর উঠে যাওয়ায় কনের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় লগ্ন পেরিয়ে গেলে বিয়ে না করে বর চলে যাওয়ায় আত্মহত্যা করেছেন মিতু মণ্ডল (১৯) নামের এক তরুণী। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মিতুর বাবা তাকে নামিয়ে পাইকগাছা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিতু মণ্ডল মারা যান। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনায় থানায় মামলা হয়েছে।

মিতু মণ্ডলের বাবা ঠাকুরদাশ মণ্ডল বলেন, আমার মেয়ের সঙ্গে বটিয়াঘাটা উপজেলার কায়ুমখালীর কৃষ্ণ মণ্ডলের ছেলে সুদিপ্ত মণ্ডলের (২২) গত সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে সঠিক সময়ে ছেলেপক্ষ না আসায় লগ্ন পেরিয়ে যায়। পরের লগ্নে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা রাজি হননি। পরে ছেলের বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় ছেলে বিয়ের আসর থেকে চলে যায়। মেয়ে এতে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে গত শুক্রবার বিকাল ৫টার দিকে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে পড়ে। তাকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গলায় রশি পেঁচিয়ে একটি মেয়ে আত্মহত্যা করে। তার লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্ররোচণায় থানায় বরের বাবা কৃষ্ণ মণ্ডল ও বর সুদিপ্ত মণ্ডলের নামে মামলা হয়েছে।


১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম


১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ
ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর (রোববার) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে।

শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

অনুসরণ করুন