
২৪ ঘণ্টায় আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত
২৪ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ সময় ৬ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।
আরইউ/এমএমএ/