আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত

১৩ মে ২০২৩, ০৮:০১ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ০৬:৫২ পিএম


আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে সারা দেশে মোট ৯৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫১৯ জন ভর্তি হয়েছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

আরইউ/এসজি