শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ওআইসি'র শীর্ষ সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। হিন্দুস্তান টাইমস জানায়।

সোমবার পাকিস্তান তালেবান সরকারকে আমন্ত্রণ জানায়। আগামী ১৯ ডিসেম্বর দেশটিতে ওআইসি'র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। তালেবান সরকার যেন আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি তালেবান সরকার। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে।

কেএফ/

Header Ad
Header Ad

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই: বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাকু জব্দ করা হয়েছে।

আটক দুজনের মধ্যে একজন হলেন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার। তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অপরজন তার সহযোগী, একই এলাকার দুর্জয়।

থানা সূত্রে জানা যায়, পাবনার কাশীনাথপুর এলাকার ছাগলের ব্যাপারী জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় যাচ্ছিলেন। হাওয়াখালি এলাকায় রজব ও দুর্জয় পুলিশের পরিচয়ে তাদের পথরোধ করেন।

ব্যবসায়ীদের থামিয়ে অবৈধ মালামাল বহনের অভিযোগে তারা মারধর করেন এবং ছিনতাইয়ের চেষ্টা চালান। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রজব ও দুর্জয়কে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

ব্যবসায়ী জহুরুল বলেন, “আমাদের পুলিশ পরিচয়ে থামিয়ে পকেট পরীক্ষা করা হয়। পরে আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের আটক করেন।”

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, “বিদেশি অস্ত্র, গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Header Ad
Header Ad

দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে। সব ঠিক থাকলে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একইসঙ্গে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।

সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

Header Ad
Header Ad

সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া স্থাপন অপরিহার্য বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জসওয়াল জানান, পণ্যের চোরাচালান, মানুষ ও গবাদিপশু পাচার রোধে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনসহ সীমানা লাইট এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের আশা, বাংলাদেশ এই বিষয়ে দু’দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রটোকল ও চুক্তিগুলোকে সম্মান করবে।

সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, ঢাকা এ বিষয়ে অতীতের সব চুক্তি পর্যালোচনা করতে চায়।

জসওয়াল জানান, ১৩ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ভারত সব সময় প্রটোকল ও চুক্তি মেনে চলে।

জসওয়াল আরও বলেন, ভারত চায় সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে। পণ্য চোরাচালান ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ইতিবাচক অংশগ্রহণেরও আশা প্রকাশ করেন তিনি।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির সাম্প্রতিক মন্তব্যে, যেখানে তিনি বলেছেন ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, এ প্রসঙ্গে জসওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান সবসময় ইতিবাচক। ভারতের লক্ষ্য, বাংলাদেশ-ভারত সম্পর্ককে এমনভাবে এগিয়ে নেওয়া যা বাংলাদেশের জনগণের স্বার্থে উন্নতি বয়ে আনবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই: বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
বৈষম্যহীন দু:শাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না: জামায়াত আমির
দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!
টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা
সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব
‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামবে: বিশ্বব্যাংক
জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম
লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন