নিউ ইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ অন্তত ১৯ জন মারা গেছে। স্থানীয় সময় রোববার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশুদের বয়স ১৬ বছরের কম। অগ্নিকাণ্ডে আহত ৬৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রায় ২০০ জন দমকলকর্মী বিল্ডিংটিতে আগুন নেভানোর জন্য কাজ করেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ১৯ তলা ভবনের তৃতীয় তলায় থেকে আগুনে সূত্রপাত হয়।
নিউ ইয়র্ক দমকলের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এ ঘটনাকে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বলে উল্লেখ করেন।
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এ অগ্নিকাণ্ডকে 'ভয়াবহ' বলে অভিহিত করে তিনি বলেন 'আধুনিক সময়ে আমরা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছি তার মধ্যে এটি একটি।
কেএফ/
