শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

‘হাঙর সুরক্ষা পরিকল্পনা’ অনুমোদন

পানামার রাজধানী পানামা সিটিতে বিপন্ন প্রজাতিগুলোকে নিয়ে ব্যবসা করা বিষয়ে সারা বিশ্ব থেকে আসা বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের শীর্ষ সম্মেলনে গতকাল শুক্রবার হাঙরের ৪৫টির বেশি প্রজাতিকে সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

তারা যৌথভাবে কর্ম পরিচালনা করবেন যার মাধ্যমে হাঙরের পাখনার তীব্রভাবে লাভজনক বিক্রি কমানো সম্ভব হবে।

রেকুয়েম এবং হ্যামারহেড হাঙরের বিক্রি শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য প্রয়োগ করা হবে আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতিগুলোকে সংরক্ষণের জন্য সম্মেলনের নীতিমালা ও সিদ্ধান্তগুলো।

টানা দুই সপ্তাহের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ১৮৩ দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।

তারা শেষদিনে চূড়ান্ত প্রস্তাবটিকে অনুমোদন করেছেন। তাতে আরও আছে, ৫২টি প্রস্তাবনা। এগুলোর মাধ্যমে প্রজাতিগুলোকে সুরক্ষা প্রদানের বর্তমান নীতিমালা পরিবর্তন করা হয়েছে।

অন্য বিতর্কগুলো করেছেন তারা এবং সিদ্ধান্ত নিয়েছেন-গ্লাস ফগ নামের বিশেষ প্রজাতির ব্যাঙ, কুমিরের বিপন্ন বিভিন্ন প্রজাতি, গিটারফিশ এবং কচ্ছপের কয়েকটি বিপন্ন প্রজাতি নিয়ে।

পানামার প্রতিনিধি শেলি বাইন্ডার এএফপিকে বলেছেন, ‘এই ঐতিহাসিক সিদ্ধান্তটির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ হাঙরই বাজারে বিক্রি হয়ে যাওয়া এখন থেকে প্রতিরোধ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেছেন, ‘এশিয়াতে হাঙরের ডানার একটি অতিলোভী ও ক্ষুধার্ত বাজার আছে। ক্রেতারা সেখানে তাদের রাতের খাবারের টেবিলে হাঙরের ডানা নানাভাবে রান্না করে খান। হংকং, তাইওয়ান এবং জাপান তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে হাঙর বিক্রি করে। যদিও হাঙরের পাখনা প্রায় স্বাদহীন খাবার। নরম ও আঠালো একটি বিশেষ স্যুপ তৈরি করা হয়। তারপরও মার্জিতভাবে হাঙরের পাখনা খাওয়াকে উপস্থাপন করা হয়। এই খাওয়াকে উপভোগ্য মনে করেন খুব বড়লোকেরা। প্রায়ই তাদের বিয়ের অনুষ্ঠান ও ব্যয়বহুল ভোজগুলোতে স্যুপটির অর্ডার থাকে।’

হাঙরের পাখনার প্রায় ৫শ মিলিয়ন মার্কিন ডলারের বাৎসরিক বাজার আছে। প্রতি কিলোগ্রাম বা ২.২ পাউন্ড হাঙরের পাখনা প্রায় ১ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।

শার্ক প্রটেকশর ফর দ্য এনজিও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি’র পরিচালক লুক ওয়ারেক বলেছেন, ‘বিশ্বের হাঙর ও রেগুলোর বিলুপ্তি ঠেকাতে যেহেতু আমরা ঐক্যমতে পৌঁছেছি, ফলে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘পরের ধাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না সেখান থেকেই এই আলোচনা, সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা শুরু হবে। নিশ্চিত করা হবে সাগরের প্রাণীগুলোকে শক্তিশালী উপায়ে ব্যবস্থাপনা ও তাদের কেনা, বেচা পরিমাপ। যত দ্রুত সম্ভব আমাদের কার্যক্রম শুরু হবে।’

শত্রু থেকে প্রিয়তম

৪শ মিলিয়নেরও বেশি সময় ধরে সাগরে রাজত্ব করা হাঙরকে দীর্ঘকাল ধরে সাগরদানো হিসেবে বিবেচনা করা হয়। সিনেমাগুলোতে তাদের ভয়ংকর হিসেবে বিবেচনা করা হয়। তারা প্রায়ই মানুষকে আক্রমণ করে।

তবে এই প্রাচীন সাগর শিকারীরা তাদের পুরোনো চিত্রিত বিবরণ পাল্টে ফেলতে পেরেছে। সাম্প্রতিক বছরগুলোতে হাঙর সংরক্ষণকর্মীরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাকে সবার সামনে তুলে ধরছেন। তারা জানাচ্ছেন, হাঙর সাগরের বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণে অপরিহার্য ভূমিকা পালন করে।

পিউ এনভারমেন্ট গ্রুপের হিসেবে, প্রতি বছর ৬৩ থেকে ২৭৩ মিলিয়ন হাঙর মারা হয়। তাদের এই করুণ মৃত্যুর কারণ প্রধানত ডানা সংগ্রহ। শিকারীরা অন্যান্য অংশও কেটে নেন।

অথচ হাঙরের জীবন দারুণ বৈচিত্র্যময়। অনেক প্রজাতি যৌন সক্ষমতা অর্জনে জীবনের প্রথম ১০ বছর পার করে। হাঙরের সন্তান জন্মদানের হার অত্যন্ত কম। এই অবস্থায় নিয়মিতভাবে, চরম আকারে মারার ফলে তারা হারিয়ে যাচ্ছে।

ওএফএস/এমএমএ/

পালিয়ে আসা ২৮৫ সেনা সদস্যকে ২২ এপ্রিল ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

পালিয়ে আসা ২৮৫ সেনা সদস্যকে ২২ এপ্রিল ফেরত নেবে মিয়ানমার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ জন বর্ডার গার্ড পুলিশ ও সেনা সদস্যকে আগামী ২২ এপ্রিল ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অহমিয়া ভাষায় রূপান্তরিত সংস্করণ, আসামের কবি ও গবেষক ড. রীতা চৌধুরী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘জিরো আওয়ার’ এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ রচিত ‘ভুবন জোড়া শেখ হাসিনার আসনখানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘কয়েক দিনে মিয়ানমার থেকে ২৮৫ বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ২২ এপ্রিল নৌপথে ফেরত দেয়া হবে। যে জাহাজ বাংলাদেশে আসবে মিয়ানমারে আটকা পড়া ১৫০ বাংলাদেশি।’

শেখ হাসিনার মতো নেতৃত্ব সারাবিশ্বে বিরল উল্লেখ করে তিনি বলে, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, এখন বিশ্বনেতায় রূপান্তরিত হয়েছেন। বিদেশি নেতারা তার প্রসংশা করে চলেছেন।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনাকে বলেছেন- আপনি শুধু আমারই নয় আমার পরিবারেরও অনুপ্রেরণা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করে বলেছে, আমরা যদি আরব বিশ্বে একজন শেখ হাসিনা পেতাম তাহলে আজ গাজায় যুদ্ধ হতো না।’

পাকিস্তানের নেওয়াজ শরিফও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বলে জানান ড. হাছান মাহমুদ। শেখ হাসিনা শুধু এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেননি তিনি এই বাংলার সংস্কৃতিও পুনরুদ্ধার করেছেন বলে দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনাকে বারবার জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া হত্যার চেষ্টা করেছেন। কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী। সব বাধাকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে যা বিকাল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

এবারের নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিল্পীরা। তবে নামীদামি অনেক সেলিব্রেটিই ব্যক্তিগত কাজ ও দেশের বাইরে থাকায় এবারের নির্বাচনে ভোট দিতে পারেননি।

শিল্পী সমিতির এবারের ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই ভোটের মাধ্যমে এবারের নির্বাচনে বেছে নেবেন আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। ভোট গণনার পরই জানা যাবে এবারের নির্বাচনে বিজয়ীদের নাম।

সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি। ফাইল ছবি

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা থেকে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয়।

এতে বলা হয়েছে- দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে- সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে- আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

রোববারের আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে- ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ সংবাদ

পালিয়ে আসা ২৮৫ সেনা সদস্যকে ২২ এপ্রিল ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত
১০ হাজার টাকা চেয়ে না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা
প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুলকে শোকজ করল আওয়ামী লীগ
হামলার পর ইসরায়েলকে যে হুমকি দিল ইরান
আওয়ামী লীগ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে: মির্জা ফখরুল
স্বচ্ছতার সাথে অনুদানের চলচ্চিত্র বাছাই করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
তীব্র গরমের মধ্যেই ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত
রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার ইরানের, তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী
দাঁড়িয়ে থাকা বাসকে পিকআপের ধাক্কা, ১০ পোশাককর্মী আহত
নতুন রেকর্ড গড়ে ইউরোপা লিগের সেমিতে লেভারকুসেন
ইরানে ইসরাইলের হামলা: লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম