মেক্সিকোতে একই পরিবারে ছয়জনকে গুলি করে হত্যা

উত্তর আমেরিকার মেক্সিকোতে একই পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের ৪ জন পুরুষ ও দুইজন নারী। গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার (৩০ জানুয়ারি) এই এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ওই ছয়জনের গুলিবিদ্ধ মরদেহ একটি ভবনের মধ্যে পাওয়া যায়। নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। তবে এর আগে নিহতদের মধ্যে একটি শিশু থাকার কথা জানানো হয়েছিল। গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা।
সম্প্রতি এলাকাটিতে মাদক কারবারিদের দ্বন্দ্বে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে।
তেল শোধনাগারের জন্য জায়গাটি পরিচিত হলেও মাদক পাচারের কারণে জায়গাটি ক্রমে অপরাধপ্রবণ হয়ে উঠছে।
২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রায় তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ সহিংসতায় নিহত হয়েছেন।
কেএফ/
