সারাবিশ্ব

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১৩ জুন ২০২৫, ০৯:২৩ এএম

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা তাসনিম ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিহত বিজ্ঞানীরা হলেন- আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি।

এর আগে ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচির মৃত্যুর খবর নিশ্চিত করেছিল স্থানীয় গণমাধ্যম। ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থার (AEOI) সাবেক প্রধান ছিলেন। তিনি প্রায় ২৫ বছর ধরে দেশের পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন। ২০১০ সালে তাঁর ওপর একবার প্রাণঘাতী হামলা হলেও তখন প্রাণে বেঁচে যান। এবার, শেষরক্ষা হলো না।

অন্যদিকে, মোহাম্মদ মেহেদি তেহরানচি ছিলেন তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। নিহত অন্যান্য বিজ্ঞানীদের সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে দেশজুড়ে একাধিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি, ইসরায়েলের এই হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইসিং লায়ন’, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা।

তেহরান, নাতানজ, তাবরিজ, ইস্পাহান, আরাক ও কেরমানশাহসহ অন্তত আটটি শহরে শতাধিক হামলা চালানো হয়েছে বলে জানায় টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা।

বিশ্লেষকরা বলছেন, ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ, তাবরিজের পারমাণবিক গবেষণা কেন্দ্র, এবং সামরিক ঘাঁটিগুলো ছিল হামলার মূল লক্ষ্য। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানসহ একাধিক শহরে। হামলা হয়েছে আবাসিক এলাকাতেও।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।