
সারাবিশ্ব
ইরানে ইসরায়েলি হামলায় নিহত ৭০, আহত ৩২০ জনের বেশি

ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় একাধিক দফায় এই হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৭০ জন নিহত এবং ৩২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
শুক্রবার (১৩ জুন) ফার্স বার্তা সংস্থার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফার্স নিউজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ এবং দেশটির আধা-সরকারি গণমাধ্যম হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত থেকে শুরু হওয়া ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েলের এই সামরিক অভিযানে এখন পর্যন্ত পাঁচটি পৃথক হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকা।
হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার হোসেইন সালামি, এবং খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ।
এছাড়া অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত বিজ্ঞানীরা হলেন: ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি, আমিরহোসেইন ফেকহি এবং আরও একজন, যার নাম এখনো প্রকাশ করা হয়নি।
এ হামলার ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, “ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে রক্তাক্ত ও নোংরা হাত বিস্তার করেছে। তারা আবাসিক এলাকায় হামলা চালিয়ে আবারও তাদের বর্বর চেহারা প্রকাশ করেছে। এর পরিণতি হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তারা এর কঠোর মূল্য দেবে।”