সারাবিশ্ব

৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১০:৫৫ এএম

৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
ছবি: সংগৃহীত

গত ১৬ মাসে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু সৌদি আরব থেকেই ফেরত পাঠানো হয়েছে ৫ হাজার ৩৩ জনকে। পাকিস্তানের জাতীয় পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থাপিত এক তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়। খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ মে) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে বিতাড়িত ভিক্ষুকদের দেশভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায়, ২০২৪ সালজুড়ে সৌদি আরব ছাড়াও ইরাক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও ওমান থেকে শত শত পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ইরাক থেকে ২৪২ জন, মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৯ জন ভিক্ষুক পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া চলতি বছরের (২০২৫) হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে ৫৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৯ জন এবং ইরাক থেকে পাঁচজনকে ফেরত পাঠানো হয়।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসন ব্যবস্থার দুর্বলতা, বিদেশে শ্রমবাজারে প্রতারণার শিকার হওয়া এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—এই সমস্ত কারণে অনেকেই বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। এতে দেশটির ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে এর নেতিবাচক প্রভাবও পড়ছে।

সরকার সূত্র জানিয়েছে, বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের যথাযথভাবে যাচাই-বাছাই ও প্রশিক্ষণ ছাড়া বিদেশে পাঠানোর বিষয়টি এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।