সারাবিশ্ব

দিল্লিতে হিট ইনডেক্সে ৫১.৯ ডিগ্রি, জারি রেড অ্যালার্ট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১২ জুন ২০২৫, ০৫:১৬ এএম

দিল্লিতে হিট ইনডেক্সে ৫১.৯ ডিগ্রি, জারি রেড অ্যালার্ট
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গরমে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। প্রচণ্ড তাপপ্রবাহ ও আর্দ্রতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তীব্র গরমের ধারা ১৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দিল্লির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০.৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এর সঙ্গে আর্দ্রতা যুক্ত হয়ে হিট ইনডেক্স দাঁড়িয়েছে ৫১.৯ ডিগ্রিতে, যা চরম বিপজ্জনক। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আয়ানগরে, যেখানে বিকেল সাড়ে ৫টায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালামে ছিল ৪৪.৫, রিজে ৪৩.৬, পিতমপুরায় ৪৩.৫, লোদি রোডে ৪৩.৪, সফদরজংয়ে ৪৩.৩ এবং ময়ূর বিহারে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হিট ইনডেক্স বা তাপমাত্রার অনুভবযোগ্য মাত্রা মূলত তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভর করে প্রতিদিন পরিবর্তিত হয়। তবে এই মান এখনো ভারতের জন্য সরকারি বা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়। এদিকে, বুধবার আয়ানগরেই কেবল তাপপ্রবাহ রেকর্ড করা হলেও আগের দিন তিনটি অঞ্চলে তাপপ্রবাহের অবস্থা বিরাজ করছিল।

চরম এই আবহাওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নাগরিকদের বাইরে অপ্রয়োজনে বের না হওয়া, প্রচুর পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন সবাইকে রেড অ্যালার্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।