শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

নারী দিবস কীভাবে এলো? কেন এলো?

সমাজতান্ত্রিক দলের কর্মীদের মাধ্যমে আমেরিকাতে প্রথম উদযাপন শুরু হলো নারী দিবস। এরপর জার্মানিতে তাদের নারী কর্মীদের আন্তর্জাতিক দ্বিতীয় সম্মেলন। সেই থেকে ১৯৬০’র দশকের শেষ পর্যন্ত বাম দেশগুলোই নারী দিবস আন্তর্জাতিকভাবে উদযাপন করছে। ১৯৭৭ সালে জাতিসংঘ শুরু করে। এখন নারীবাদী ও নারীদের প্রতি সহানূভূতিশীলরা; এনজিওগুলো ব্যাপকভাবে উদযাপন করে।

আন্তর্জাতিক নারী দিবস ‘৮ মার্চ’। বিশ্বজুড়ে, দেশে-দেশে দিবসটি ব্যাপক ও বর্ণাঢ্য আকারে পালনের ফলে এখন নারী দিবসের প্রয়োজনীয়তা, সার্বজনীনতা, নানা প্রেক্ষিত আমাদের সবার জানা। দিবসটি বিশ্বে ছুটির দিন হিসেবে পালনের কথা থাকলেও বাংলাদেশে পালিত হয় না। গেরস্থালি কাজে নারীর কোনো ছুটি নেই। এছাড়াও সাংস্কৃতিক, রাজনৈতিক ও আথসামাজিক অর্জনগুলো নারীর মাধ্যমে বিশ্ববাসীকে ব্যাপক ও ভালোভাবে জানানোর জন্য দিনটি ‌‘ছুটির দিন’ হিসেবে পালনের প্রয়োজনীয়তা রয়েছে। নারীর অধিকার আদায়ের অন্দোলনের মূল ও কেন্দ্রীয় বিষয় দিবসটি। তাদের প্রধান আরো অধিকার-যেমন ‘লিঙ্গসমতা’ ও নারীর বিরুদ্ধে সারা দুনিয়াতে ‘সহিংসতা’ ও নারী নির্যাতনগুলোকে রুখতে দিবসটির কোনো বিকল্প নেই।

বিশ্বে প্রথম নারী দিবস পালিত হয়েছে ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরে। আয়োজন করেছেন আমেরিকার সমাজতান্ত্রিক দলের (দি সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা) কর্মীরা। প্রস্তাবটি করেছিলেন মার্কিন শ্রমিক অধিকার কমী, নারীদের ভোটাধিকারের আন্দোলনকারী ও শিক্ষাবিদ-তেরেজা মালকিয়েল। তিনিই প্রথম নারী হিসেবে কারখানার শ্রমিক থেকে এখানে সমাজতান্ত্রিক দলের প্রধানের দায়িত্বে আসেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের শ্রমিক আইনগুলোকে আবার তৈরি করতে তার লেখা ভূমিকা রেখেছে। তিনি দলের ‌উইমেন্স ন্যাশনাল কমিটিরও প্রধান ছিলেন। বয়স্ক নারীদের লেখাপড়ার সুযোগ প্রদানের ব্যবস্থা করতে তিনি কাজ করেছেন।

নারী অধিকারকর্মীরা জানান, ৮ মার্চ ১৮৫৭ সালে নিউ ইয়র্কের গামেন্ট শ্রমিক নারীদের একটি ব্যাপক প্রতিরোধ আন্দোলন থেকে দিবসটি পালনের শুরু হয়। তেরেজা মালকিয়েলের মাধ্যমে উদ্দীপ্ত হয়ে ১৯১০ সালের আগষ্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী কর্মীদের সম্মেলন হয়েছে ডেনমার্কের কোপেনহেগেনে। তারা একে ‘তাদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’ বলেন। আমেরিকান সমাজতান্ত্রিক দলের কর্মীদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন জার্মান কমিউনিস্ট পাটির অন্যতম নেত্রী ক্লারা জেটকিন, কেইট ডাংকার, পলা থিডার ও অন্যরা। তারাই একটি বার্ষিক নারী দিবসের প্রস্তাব করেন। তবে কোনো দিন নিদিষ্ট করে দিতে পারেননি।

এই সম্মেলনে মোট ১শ অতিথি ১৭ দেশ থেকে এসেছেন। তারা সবাই মিলে সমানাধিকার ও নারীদের কষ্টগুলো কমাতে একটি দিবস পালনের উদ্যোগ নেন। এর পরের বছর তাদের মাধ্যমে পুরো ইউরোপের দেশগুলোকে কম, বেশি দিবসটি পালিত হয়। ১৯১৭ সালে সোভিয়েত রাশিয়াতে নারীরা ‘ভোটাধিকার’ লাভ করার পর একটি জাতীয় দিবস হিসেবে ‘ছুটির দিন’ আকারে ৮ মার্চ নারী দিবস হিসেবে পালন শুরু হয়। ফলশ্রুতিতে বিশ্বের কমিউনিষ্ট দেশগুলো দিবসটি পালন করে। ১৯৬০’র দশকের শেষের দিকে বৈশ্বিক নারীবাদী আন্দোলনকর্মীরা দিবসটি পালন শুরু করার আগে বামপন্থী আন্দোলন হিসেবেই পালিত হয়েছে। ১৯৭৭ সাল থেকে জাতিসংঘ দিবসটি বিশ্বে পালন শুরু করে। এবারের প্রতিপাদ্য হলো-‘একটি লিঙ্গসমতার বিশ্ব কল্পনা করুন।

একটি বিশ্ব যেখানে নারী ও পুরুষে কোনো বাধা নেই, নেই কোনো বঞ্চনা। বিশ্বটি আমাদের সবার এমনই প্রাপ্য, ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত এবং অর্ন্তভুক্তির। এমন বিশ্ব যেখানে পার্থক্যকে মূল্য দেওয়া হয় ও উদযাপন করা হয় মানুষের সমতার। আমরা একত্রে নারীর সমতাকে তৈরি করতে পারি। সহযোগিতার মাধ্যমে আমরা সবাই সবগুলো, সব ধরণের বাধা দূর করতে পারি। বাধাগুলোর বিপক্ষে সচেতনতার আন্দোলন তৈরি করতে পারি। কাজে নামতে পারি। নারীদের অর্জনগুলোকে শ্রদ্ধা করতে পারি।’

ওএস/

তীব্র গরমের মধ্যেই ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস

ঝড়-শিলাবৃষ্টির আভাস। ছবি: সংগৃহীত

সারাদেশে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন অবস্থা। এপ্রিল মাসের বাকি সময় জুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন বিভাগে ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় দেওয়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

পরের দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও রোববার ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এদিন দেশের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যসহ গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে চার প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার গণপিটুনিতে দুইজন শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের বারোয়ারী মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর এই আগুন দেওয়ার অভিযোগে মন্দিরের পাশের স্কুলে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের ওই বারোয়ারি মন্দিরের কালী প্রতিমায় বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মন্দির থেকে ২০ গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম নির্মাণকাজে নিয়োজিত মুসলিম সাত শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে মারপিট করে।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থলে গেলে হামলাকারীরা তাদেরও অবরুদ্ধ করে রাখে, এবং হতাহতদের উদ্ধারে বাধা দেয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টা পর তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহত আরও দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। উত্তেজিত জনতা ভেতরে ঢুকে তাদের লাঠি দিয়ে বেদম প্রহার করে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মধুখালী থানার ওসি ফোর্সসহ এখানে আসে। তাদের সঙ্গে মধুখালী উপজেলার ইউএনও ছিলেন। তারা এখানে এসে উত্তেজিত জনতার হাতে আটকে পড়েন। খবর পেয়ে আমরা ফরিদপুর থেকে অতিরিক্ত ফোর্সসহ এসে তাদেরসহ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুরে হাসপাতালে পাঠাই।

রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর শিশু হাসপাতালে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

তীব্র গরমের মধ্যেই ঢাকাসহ তিন বিভাগে ঝড়-শিলাবৃষ্টির আভাস
ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত
রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার ইরানের, তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী
দাঁড়িয়ে থাকা বাসকে পিকআপের ধাক্কা, ১০ পোশাককর্মী আহত
নতুন রেকর্ড গড়ে ইউরোপা লিগের সেমিতে লেভারকুসেন
ইরানে ইসরাইলের হামলা: লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডিপজলকে শোকজ
টাঙ্গাইলে সেরা ওসি হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
দেশে প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন ১৬ জনের বেশি
টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট অ্যালার্ট জারি
তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি ঘোষণা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের 'প্রিমিয়াম টিম': সেনাপ্রধান