সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের জয়জয়কার

১৭ মার্চ ২০২৩, ০২:১৫ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৩, ০৬:৫৯ এএম


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের জয়জয়কার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঘটনাবহুল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক পদে আব্দুল নূর দুলাল জয়লাভ করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে গত দুই দিন বুধ ও বৃহস্পতিবার তুমুল হট্টগোল, বাগবিতণ্ডা, মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

অপ্রীতিকর এসব ঘটনা ঘটার সময় গত বুধবার (১৬ মার্চ) পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের মারধর করে।

এনএইচবি/এসজি