
বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরের জামিন নামঞ্জুর
২০ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ০৯:৪৪ পিএম

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় জামিন নামঞ্জুর করে বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরির আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন মামলা বদলি মূলে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নিখিল রঞ্জন ধর।
অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
এর আগে ৫ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। এরপর তিনি নিখিল রঞ্জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ২০২১ সালের ৬ নভেম্বর রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রাথমিক পরীক্ষা হয়। ১ হাজার ৫১১টি পদের বিপরীতে এ পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৪২৭ চাকরি প্রত্যাশী অংশ নেন।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তে নামে। এরপর তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
কেএম/এসএন