শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

ইসা রে প্রডিউসারস গিল্ডের ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন


‘দি প্রডিউসারস গিল্ড অব আমেরিকা (পিজিএ)’ ঘোষণা করেছে, অভিনেত্রী-প্রযোজক ইসা রে ‘২০২২ ভিশনারি অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হবেন।

পিজিএর দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, রে এই বছরের ১৯ মার্চ ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজায় আয়োজিত ৩৩তম অ্যানুয়াল প্রডিউসারস গিল্ড অ্যাওয়াডর্স বা আমেরিকার প্রযোজক সমবায় সংঘের ৩৩ বার্ষিক প্রদক প্রদানানুষ্ঠানে সম্মাননাটি গ্রহণ করবেন।

‘দি ভিশনারি অ্যাওয়ার্ড’ বা ‘স্বপ্নচারী সম্মাননা’টি টিভি, সিনেমা বা নতুন বিনোদন গণমাধ্যমে যারা অনুপ্রেরণাদায়ক, উন্নতিসাধক গল্পগুলো প্রদান করেন ও যেগুলো মৌলিক মূল্যবোধ তৈরিতে সাহায্য করে সমাজ ও সংস্কৃতিতে; তাদের প্রদান করে সম্মানিত করেন মার্কিন প্রযোজকরা।

“ইসা আমাদের টেলিভিশনের ভবিষ্যতকে আন্দোলিত করেছেন। তার সিরিজ ‘ইনসিকিউর’র মাধ্যমে তিনি কৌতুক, দৃষ্টিভঙ্গি ও যতভালো পেশাদার কাজ করা যায়-সেগুলোর সবচেয়ে উন্নত স্তরে পৌঁছেছেন। সেই সঙ্গে তার তীক্ষ্ম হাস্যরস ও আলাদা কন্ঠস্বরটি উপস্থাপিত কন্ঠস্বরগুলোগুলোকে নিয়ে নি:সন্দেহে মানসম্পন্ন ও বৈশিষ্ট্যপূণ বিনোদন প্রদান করে গিয়েছে”-একটি বিবৃতিতে বলেছে পিএজি।

“ইসার ফলপ্রসু কাজ বাদেও, তিনি একজন রোল মডেল বা আদর্শ ব্যক্তিত্ব ও আগামী প্রজন্মের সৃজনশীল ভাবনাগুলোর ক্ষেত্রে উদ্দীপনাময় মানুষ। এই অর্জনগুলো তার শিক্ষকসুলভ প্রকল্প বা প্রগ্রামগুলো যেমন-‘কালার ক্রিয়েটিভ’ এবং সম্প্রতি শেষ ‘প্রজেক্ট গ্রিনলাইট’-এ ছড়িয়ে আছে। আমরা ইসাকে এই বছর সম্মানিত করতে পেরে উত্তেজিত বোধ করেছি"-যৌথ বিবৃতিতে বলেছেন পিএজে সভাপতি গেইল বারম্যান ও লাকি ফিশার।

রে প্রথম মনোযোগ কেড়ে নেন তার অ্যাওয়ার্ডজয়ী কাজ ওয়েব সিরিজগুলোর জন্য, যেগুলোর বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বেষ্ট সেলারের অনুসারে করা। নামটি ‘দি মিসঅ্যাডভেঞ্চারস অব অ্যাকওয়ার্ড ব্ল্যাক গার্ল’। তিনি তৈরি করছেন ও তারকাদের মধ্যে ছিলেন এইচবিও’র হিট শো ‘ইনসিকিউর’-এ। এজন্য তিনি কয়েকটি অ্যামি ও গ্লোন্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেছেন।

একই সঙ্গে অভিনেত্রী এবং লেখিক তিনি; প্রযোজনাও করেন। শুরুটি করেছিলেন উচ্চকণ্ঠে প্রশংসিত নাটক ‘দি হেট ইউ গিভ’ দিয়ে। তার শেষ কটি প্রকল্প ছিল নেটফ্লিক্সের রোমান্টিক-হাসির ‘দি লাভ বার্ডস’ ও এইচবিওর রাজনৈতিক-ব্যঙ্গ নাটক ‘কোস্টাল এলিটস’।

‘দি ভিশনারি অ্যাওয়ার্ড’ পাওয়া শেষ তারকাদের মধ্যে আছেন অক্টাভিয়া স্পেন্সার, কেনিয়া ব্যারিস, আভা ডুভারনারি, ব্রাড পিট, ডেডে গার্টনার ও জেরেমি ক্লাইনারের ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’, এলুমিনেশন এন্টারটেইনমেন্টের ‘ক্রিস মেলেড্রানড্রি’, ‘লোওরা জেসকিন’ এবং পারটিসিপেন্ট মিডিয়ার ‘জেফ স্কোল’।

পিটিআই, লস অ্যাঞ্জেলস থেকে ওএস।

ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যসহ গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে চার প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার গণপিটুনিতে দুইজন শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের বারোয়ারী মন্দিরে আগুনের ঘটনা ঘটে। এরপর এই আগুন দেওয়ার অভিযোগে মন্দিরের পাশের স্কুলে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী গ্রামের ওই বারোয়ারি মন্দিরের কালী প্রতিমায় বৃহস্পতিবার সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মন্দির থেকে ২০ গজ দূরের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম নির্মাণকাজে নিয়োজিত মুসলিম সাত শ্রমিককে সন্দেহ করে স্কুলের শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে মারপিট করে।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থলে গেলে হামলাকারীরা তাদেরও অবরুদ্ধ করে রাখে, এবং হতাহতদের উদ্ধারে বাধা দেয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ ঘণ্টা পর তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহত আরও দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। উত্তেজিত জনতা ভেতরে ঢুকে তাদের লাঠি দিয়ে বেদম প্রহার করে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে মধুখালী থানার ওসি ফোর্সসহ এখানে আসে। তাদের সঙ্গে মধুখালী উপজেলার ইউএনও ছিলেন। তারা এখানে এসে উত্তেজিত জনতার হাতে আটকে পড়েন। খবর পেয়ে আমরা ফরিদপুর থেকে অতিরিক্ত ফোর্সসহ এসে তাদেরসহ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুরে হাসপাতালে পাঠাই।

রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর শিশু হাসপাতালে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

শিব নারায়ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, শিব নারায়ণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নম্বর কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।

১৯৭০ সালের সাত জুন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই জন্য ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে 'ফেব্রুয়ারি ১৫ বাহিনী' গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন।

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত
রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার ইরানের, তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার
মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী
দাঁড়িয়ে থাকা বাসকে পিকআপের ধাক্কা, ১০ পোশাককর্মী আহত
নতুন রেকর্ড গড়ে ইউরোপা লিগের সেমিতে লেভারকুসেন
ইরানে ইসরাইলের হামলা: লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে সেমিনার
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডিপজলকে শোকজ
টাঙ্গাইলে সেরা ওসি হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার
দেশে প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন ১৬ জনের বেশি
টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট অ্যালার্ট জারি
তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি ঘোষণা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের 'প্রিমিয়াম টিম': সেনাপ্রধান
আগামীকাল ঢাকা মাতাবেন আতিফ আসলাম